নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৫টি পদে মোট ৩১৭ জনকে নিয়োগ দেবে মন্ত্রণালয়টি। যোগ্য প্রার্থীরা আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি (এনএপিডি);

পদের নাম: চাইল্ড রাইটস অফিসার
পদসংখ্যা: ৬৪টি
বেতন: ৪০,০০০ টাকা
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি/ সমমান থাকতে হবে; শিশু সুরক্ষাবিষয়ক কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে; প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।

পদের নাম: কমিউনিটি হাব অর্গানাইজার
পদসংখ্যা: ২৫০টি;
বেতন: ২০ হাজার ০০০ টাকা;
আবেদনের যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে; প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বেতন: ১৭ হাজার ৬১০ টাকা
যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১টি
বেতন: ১৭ হাজার ৬১০ টাকা
যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে; সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন: ১৭ হাজার ৬১০ টাকা
যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে; সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রতিটি পদে জাতিসংঘের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ কর পদ র ন ম পর ক ষ য় পদস খ য য গ যত

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। 

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।

এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি