দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে এই ১৩ জনকে ঠেলে দেয় বিএসএফ। 

এসময় সীমান্তের এনায়েতপুর বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে.

কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আজ (মঙ্গলবার) ভোররাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ৯ শিশু, ২ পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এসময় এনায়েতপুর বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতরা প্রায় ১০ থেকে ১৫ বছর আগে দালালদের মাধ্যমে তারা ভারতে গমন করে। ৮ থেকে ১০ দিন আগে ঐ দেশের পুলিশ তাদের আটক করে এবং আজ বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়।

তিনি আরও জানান, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে তাদের ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন সংগ্রহ করে, যাছাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে। 

ঢাকা/মোসলেম/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেট সীমান্তে বাংলাদেশে ঢুকে খুঁটি উপড়ে ফেলে বিএসএফ, স্থানীয়দের প্রতিবাদ
  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে কর্মকর্তা নিয়োগ, বেতন ৫১,০০০ টাকা
  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ