সিন্ধু অববাহিকায় ভারত বড় জলাধার তৈরি করবে, জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী
Published: 11th, June 2025 GMT
ভারতের জম্মু-কাশ্মীরে সিন্ধু অববাহিকায় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য বাড়তি জলাধার তৈরি করা হবে। এসব প্রকল্পের কাজ অবশ্য একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মনোহর লাল খাট্টার অবশ্য বলেছেন, সিন্ধু পানি চুক্তি অনুযায়ী যেসব প্রকল্পের কাজ ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে, সেগুলোতে কোনো বদল ঘটানো হবে না। কারণ, সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় কারিগরি খুঁটিনাটি চূড়ান্ত হয়ে আছে। কিছু নতুন প্রকল্পের কাজ একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেগুলোর জলাধারের ক্ষমতা বাড়ানোর কথা ভাবা হয়েছে, যাতে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়।
গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে সিন্ধু পানি চুক্তি ভারত স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণা আজও বলবৎ আছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারত বিদ্যমান প্রকল্পগুলোতে কোনো রকম পরিবর্তন করতে পারে না। জলাধারের ক্ষমতাও বাড়াতে পারে না। ভারতের এ ভাবনা নতুন প্রকল্পের ক্ষেত্রে।
মনোহর লাল বলেন, সেসব নতুন প্রকল্পের জন্য জলাধারের ক্ষমতা বৃদ্ধির কথা ভাবা হয়েছে।
জম্মু-কাশ্মীরে নতুন চারটি জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ)। চার প্রকল্পের কোনোটির কাজ এখনো শুরু হয়নি।
মন্ত্রী বলেন, এই চার প্রকল্পেরই বহর বাড়ানোর কথা ভাবা হয়েছে। বহর বাড়ানোর অর্থ বড় জলাধার নির্মাণ, যাতে পানি ধারণের ক্ষমতা বাড়বে এবং আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সরকার জম্মু-কাশ্মীরের বিদ্যুৎ নিরাপত্তাও নিশ্চিত করতে চায়।
মনোহর লাল দাবি করেন, অপারেশন সিঁদুরের সময় বিদ্যুৎ প্রকল্পগুলোর ওপর পাকিস্তান সাইবার হামলার পরিকল্পনা করেছিল। সেগুলোকে টার্গেটও করা হয়েছিল। কিন্তু ভারত সফলভাবে সেসব আক্রমণ প্রতিহত করেছে।
ভারতের বিদ্যুৎমন্ত্রী বলেন, সারা দেশে সাইবার নিরাপত্তা প্রটোকল আরও বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন বা ট্রান্সমিশন—উভয় ক্ষেত্রেই নজরদারি বাড়ানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনে প্রয়োজনীয় যা কিছু বিদেশ থেকে আমদানি করা হয়, প্রতিটি ক্ষেত্রে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে সাইবার আক্রমণের শঙ্কা কমে।
সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। সিন্ধু অববাহিকার পশ্চিমের তিনটি নদী সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার সিংহভাগ পানি পাকিস্তানে প্রবাহিত হয়। পেহেলগাম–কাণ্ডের পর সেই পানি প্রবাহ কমাতে ভারত তৎপর। সেই কারণেই চুক্তি স্থগিতের ঘোষণা।
ভারতের নতুন প্রকল্পের জন্য বড় জলাধার তৈরির অর্থ পশ্চিমের তিন নদীর পানিপ্রবাহ কমে যাওয়া। তাতে পাকিস্তানে কম পানি যাবে। স্পষ্টতই, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা ভারত পাল্টা হিসেবে সিন্ধু অববাহিকার উজানে পানিকে হাতিয়ার করতে চাইছে।
পাকিস্তান গত ১৫ মে প্রথমবার সরকারিভাবে ভারতকে চিঠি দিয়ে পানি চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল। তারপর আরও দুবার তারা সেই আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে ভারতের জলশক্তি মন্ত্রণালয়কে। কিন্তু ভারত এখনো আগ্রহ দেখায়নি। জলশক্তি মন্ত্রণালয় সূত্রের খবর, পাকিস্তানের লেখা চিঠিগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে সব ধরনের দ্বিপক্ষীয় আলোচনা ২০১৬ সাল থেকে বন্ধ। ভারত বলতে চাইছে, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।
পেহেলগাম–কাণ্ডের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সন্ত্রাসবাদ ও আলোচনা যেমন একসঙ্গে চলতে পারে না, জল ও রক্তও তেমন একই সঙ্গে বইতে পারে না।’
তবে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ। বরং তারা এখন বিভিন্ন সময় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘটনার জন্য ভারতের উসকানি রয়েছে বলে অভিযোগ তুলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রকল প র ক অবব হ ক র ক ষমত মন ত র র জন য জল ধ র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫