লাস ভেগাসে আটক জনপ্রিয় টিকটকার খাবি লামে, নিজেই ছাড়লেন যুক্তরাষ্ট্র
Published: 12th, June 2025 GMT
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লামে, বিশ্বজুড়ে যাঁর কোটি কোটি অনুসারী। সেই খাবি লামে লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের হাতে আটক হয়েছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে যান।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে আইসিই কর্মকর্তারা তাঁকে আটক করেছিলেন। সেনেগাল বংশোদ্ভূত ইনফ্লুয়েন্সার খাবি লামের আসল নাম সেরিন খাবানে লামে।
গত শুক্রবার হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে খাবি লামেকে আটক করা হয়। তবে পরে বিতাড়নের নির্দেশ ছাড়াই তাঁকে যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দেওয়া হয়। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একজন মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইসিই মুখপাত্র বলেন, লামে গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে আসেন এবং নিজের ভিসার শর্ত অমান্য করে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে গত মঙ্গলবার লামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ই–মেইল ঠিকানায় মন্তব্যের জন্য বার্তা পাঠানো হয়েছিল। তিনি এখনো জনসমক্ষে তাঁর আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সেনেগালে জন্ম নেওয়া এই ইনফ্লুয়েন্সার শিশু বয়সে শ্রমজীবী মা-বাবার হাত ধরে ইতালিতে পাড়ি জমান। পরে তিনি ইতালির নাগরিকত্ব পান।জানুয়ারিতে লামেকে ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ করা হয়। বিশ্বজুড়ে নানা নামীদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি।
খাবি লামের আটক ও স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ এমন এক সময়ে ঘটেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থান নিচ্ছেন। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিযানও রয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে আইসিইর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে কয়েক দিন ধরে টানা বিক্ষোভ চলছে।
আরও পড়ুনচাকরি হারিয়েই ১০০ কোটি টাকার মালিক২৫ জুন ২০২২লামেকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে যাঁদের বিতাড়ন করা হয়, তাঁদের এমন একটি সুযোগ দেওয়া হয়, যেন তাঁরা স্বেচ্ছায় সে দেশ ছাড়েন এবং নিজেদের অভিবাসন রেকর্ড থেকে আনুষ্ঠানিক বিতাড়ন আদেশ এড়াতে পারে। কারণ, রেকর্ডে এমন আদেশ থাকলে অনেক সময় ১০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ থাকতে পারে।
২৫ বছর বয়সী খাবি লামে মহামারির সময় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও পোস্ট করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। সাধারণত ভিডিওগুলোয় তিনি কোনো কথাই বলেন না, সেগুলোতে তাঁকে অতিমাত্রায় জটিল করে ও অযৌক্তিক ‘লাইফ হ্যাক’ নিয়ে অঙ্গভঙ্গি করে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। শুধু টিকটকে তাঁর ১৬ কোটি ২০ লাখের বেশি অনুসারী রয়েছে।
আরও পড়ুনটিকটকে এখন সবচেয়ে বেশি অনুসারী সেই খাবি লামের২৪ জুন ২০২২সেনেগালে জন্ম নেওয়া এ ইনফ্লুয়েন্সার শিশু বয়সে শ্রমজীবী মা-বাবার হাত ধরে ইতালিতে পাড়ি জমান। পরে তিনি ইতালির নাগরিকত্ব পান।
জানুয়ারিতে লামেকে ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ করা হয়। বিশ্বজুড়ে নানা নামীদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি।
নিউইয়র্ক সিটিতে গত মাসে মেটা গালা অনুষ্ঠিত হয়। লামে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুনটিকটকে অসম্ভবকে সম্ভব করাই খাবি লামের কাজ১৮ জুন ২০২১.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ট কটক আইস ই
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়