যুক্তরাষ্ট্রে আজ (বাংলাদেশ সময় রোববার সকালে) শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরে অংশ নিতে চলা ৩২ ক্লাব যেন পছন্দ অনুযায়ী দল গোছাতে পারে, সে জন্য দলবদলের বিশেষ সুবিধা দিয়েছিল ফিফা।

বিশেষ এই দলবদলের ব্যাপ্তি ছিল ১ থেকে ১০ জুন পর্যন্ত। অর্থাৎ গত মঙ্গলবার সময়সীমা শেষ হয়ে গেছে। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চলা ৩২ ক্লাবের মধ্যে ২১টিই এই সময়ের মধ্যে নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে। ক্লাবগুলো মোট খরচ করেছে ৫ হাজার ৫৩২ কোটি ৪৩ লাখ টাকা।

খেলোয়াড় কেনার ক্ষেত্রে ইউরোপের পরাশক্তি ক্লাবগুলো বরাবরই এগিয়ে থাকে। বিশেষ এই দলবদলের ক্ষেত্রেও সেটির ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপ শুরুর আগে রিয়াল মাদ্রিদ যেখানে ব্যতিক্রম১৩ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপ সামনে রেখে নতুন খেলোয়াড় আনতে সবচেয়ে বেশি খরচ করা পাঁচ ক্লাবই ইউরোপের। শীর্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের এই ক্লাব ৪ খেলোয়াড় দলে ভেড়াতে খরচ করেছে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় দুইয়ে ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসি। ৩ খেলোয়াড় কিনতে চেলসির গুনতে হয়েছে ৯৯৭ কোটি ৭৪ লাখ টাকা, যা সিটির খরচের প্রায় অর্ধেক।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে খেলবেন না, জানিয়ে দিলেন রোনালদো০৭ জুন ২০২৫

ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ ৯৭৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় করে আছে তিনে। ইতালির ইন্টার মিলান (খরচ ৫২০ কোটি ৫০ লাখ টাকা) ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের (খরচ ৪৬৩ কোটি ৯৫ লাখ টাকা) অবস্থান যথাক্রমে চার ও পাঁচে।

তবে খেলোয়াড় দলে ভেড়ানোর দিক থেকে সবার ওপরে আল আইন। সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি নতুন আট খেলোয়াড় নিয়ে এসেছে।

ক্লাব বিশ্বকাপ উপলক্ষে ইন্টার মায়ামির নতুন জার্সিতে লিওনেল মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প খরচ কর

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা