পাবনায় ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ সাব্বির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার মাসুম বাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে সাব্বির গ্রেপ্তার হন। তিনি সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে।

পাবনা সদর থানার এসআই সবুজ সাহা জানান, অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে অস্ত্রের কারবার করেন। গতকাল দিবাগত রাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিকের পাশে (মাসুম বাজার সংলগ্ন) তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে সাব্বিরকে আটক করা হয়। এ সময় তার কাছে দেশি প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ ও একটি নোকিয়া ফোন জব্দ হয়। 

আরো পড়ুন:

নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তিনি আরো জানান, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাব্বিরকে শনিবার (১৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ