‘এশা মার্ডার’, আবারও চমকে দিলেন বাঁধন
Published: 15th, June 2025 GMT
বাইরে সুনসান অন্ধকার। প্রায় কিছুই দেখা যায় না। এর মধ্যেই হুডি পরা একটা লোক মোটরবাইকে হুশ করে বেরিয়ে যায়। জানা যায়, এক নৃশংস খুনের ঘটনা ঘটেছে। খুনি শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, কেটে নিয়েছে হতভাগ্য তরুণীর মাথা। মেয়েটির নাম এশা (পূজা ক্রুজ)। সে ছিল নার্সিং কলেজের ছাত্রী।
একনজরেসিনেমা: ‘এশা মার্ডার: কর্মফল’
ধরন: মার্ডার-মিস্ট্রি
কাহিনি: হাসানাত বিন মতিন, সানী সানোয়ার
পরিচালক: সানী সানোয়ার
অভিনয়: আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, নিবিড় আদনান, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুষমা সরকার, হাসনাত রিপন, সৈয়দ এজাজ আহমেদ, মিশা সওদাগর
রানটাইম: ২ ঘণ্টা ২৬ মিনিট
এশার মৃতদেহটা যেদিন খুঁজে পায় পুলিশ, সেদিনই গোয়েন্দা বিভাগ থেকে মফস্সলের ওই থানায় বদলি হয়ে আসেন লীনা। এসেই জটিল এই হত্যা-রহস্যের মুখোমুখি হন। ক্লু ধরে রহস্যের জট খুলতে মাঠে নামেন লীনা। শুরুতে জানা যায়, ৩৯ বার স্ক্রু দিয়ে হার্টে আঘাত করে এশাকে হত্যা করা হয়েছে। মূল সন্দেহভাজন আবার মোটর মেকানিক। তবে যাদের দিকে সন্দেহের তির, তারাই কি প্রকৃত খুনি? নাকি ঘটনার পেছনে রয়েছে মনোবিকারগ্রস্ত ভয়ংকর এক ঠান্ডা মাথার খুনি?
‘এশা মার্ডার: কর্মফল’ মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। খুনের ঘটনার তদন্ত নিয়ে সিনেমা নতুন নয়। তবে এ সিনেমায় গল্প যেভাবে উপস্থাপন করা হয়েছে, নিঃসন্দেহে তা ঢাকাই সিনেমায় মার্ডার-মিস্ট্রি ঘরানার উদাহরণ হয়ে থাকবে। প্রথমেই আসা যাক সিনেমার উপস্থাপনে। এই সিনেমায় বেশ কয়েকটি ফ্ল্যাশব্যাকে কয়েকটি টুকরা টুকরা গল্প দেখানো হয়েছে। এই গল্পগুলো থেকে ভিন্ন ভিন্ন দুটি অতীতের ইঙ্গিত পান দর্শক। কিন্তু রহস্যের এই জট খুলতে অপেক্ষা করে থাকতে হয় শেষ দৃশ্য পর্যন্ত।
আরও পড়ুনশাকিবের ‘তাণ্ডব’-এ কী আছে, কী নেই১১ জুন ২০২৫আরও পড়ুন‘ইনসাফ’, যত গর্জে তত বর্ষে কি১৩ জুন ২০২৫ছবিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা লিনার চরিত্রটি করেছেন আজমেরী হক বাঁধন। ডার্ক থিমের সিনেমায় নন গ্ল্যামারাস চরিত্রটি তিনি দারুণভাবে তুলে ধরেছেন। ‘রেহানা মরিয়ম নূর’-এর পর এ সিনেমা দিয়েই বড় পর্দায় ফিরলেন বাঁধন। আর ফেরাটা হলো ফেরার মতোই। পুলিশ কর্মকর্তা লীনার চরিত্র তিনি এত ভালোভাবে ফুটিয়ে তুলেছেন যে পূর্ণ নম্বর পাবেন তিনি। তাড়া করে বেড়ানো অতীত, কর্মক্ষেত্রে একের পর এক প্রতিকূলতা, বসের পুরুষতান্ত্রিক মনোভাব, বিশ্বাসভঙ্গ এবং শেষ দিকে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন—সবটাই তিনি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।
ছবিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা লিনার চরিত্রটি করেছেন আজমেরী হক বাঁধন। ডার্ক থিমের সিনেমায় নন গ্ল্যামারাস চরিত্রটি তিনি দারুণভাবে তুলে ধরেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন
লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ