চট্টগ্রামে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে ১৮ জনের করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্র ও হাসপাতালে ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নগরের এপিক হেলথকেয়ারে ৪ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, এভারকেয়ার হাসপাতালে ২ জন এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে সরকারি হাসপাতাল, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশার্স ডিজিজেসে (বিআইটিআইডি) আরটিপিসিআর পরীক্ষা শুরু করা যায়নি। তবে চমেকে আজ-কালের মধ্যে তা চালু হবে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

এদিকে করোনা বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গতকাল পর্যন্ত তিনজন রোগী ভর্তি ছিলেন। নতুন করে আর কোনো রোগী ভর্তি হননি। ওই তিন রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ হামিদুল্লাহ মেহেদী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ