বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। যেটা শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার (১৫ জুন) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অধিনায়কের দায়িত্বে থাকছেন নির্ভরযোগ্য অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা।

দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান তরুণ ক্রিকেটারকেও জায়গা দেওয়া হয়েছে। যেমন— কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা ও ঈশিতা ভিজেসুন্দরা। যারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে নজর কাড়ছেন। আর স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন প্রভাব বিস্তারকারী স্পিনার প্রবথ জয়াসুরিয়া।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে, কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ঐতিহাসিক মাঠে।

আরো পড়ুন:

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সময়সূচি

পাইবাসকে নিয়ে এলো বসুন্ধরা ক্রিকেট

শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:
পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ঈশিতা ভিজেসুন্দরা। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনার হৃদয় বিদারক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৩১ জুলাই বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট জিমখানা মোড় এলাকায় মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহাম্মেদ এর নির্দেশনায় এ দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এদেশে বিগত ১৭ বছর কি হয়েছে আপনারা জানেন। বাংলাদেশের মালিকানা ছিলো শেখ হাসিনার বেনেটি ব্যাগের ভিতরে। গত ১৬ বছর বাংলাদেশের কোন মালিকানা ছিলো না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো হাসিনা সরকার।

২৪শের ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষকে নিজের হুকুমে গুলি করে হত্যা করিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার হুকুমে হাজার হাজার ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়ে ও গুলি করে হত্যা করে সরকারি বাহিনী। এরপর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ড. মো. ইউনুস সাহেব বাংলাদেশের জনগণ আপনাকে অনেক সম্মান করে। আপনি এই সম্মান ধরে রাখুন। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচন দুরে সরাবেন না। কোন দলের প্ররোচনায় পড়ে নির্বাচনকে প্রভাবিত করে কালক্ষেপণ দেরি করবেন না। তাহলে দেশে আবার ফ্যাসিষ্ট শেখ হাসিনা পূর্ণবাসিত হতে পারে।

আর এই বিষয়ে  যদি কোন অরাজকতা সৃষ্টি হয় তাহলে তার দায় বার ইউনুস সাহেব আপনাকে নিতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবেনা। শেখ হাসিনাকে আবারও পূর্নবাসনের জন্য পায়তারা চলছে তা কোন ভাবেই সফল হতে দেয়া যাবে না।

পরিশেষে আহবান জানাই বিমান দূৃর্ঘটনায় নিহততের পরিবারকে ৫ কোটি করে ক্ষতি পূরন দিতে হবে বলে দাবী জানাই। তাছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ আমাদের নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.  হাসান আহাম্মেদ এর আশু রোগ মুক্তি সহ দ্রুত সুস্থতা কামনায় করি।

সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর বেপারী, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতী, মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক আর. আহামেদ মনির, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ১৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইসমাইল, সদস্য স্বপন, মো. মোশাররফ, মো. রাসেল, মো. সবুজ, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক পারভেজ, যুবদল নেতা মো. হারুন, মো. খোরশেদ, মো. ফয়সাল, মো. রনি, ব্লগার বাপ্পি, মেজর সুমন প্রমুখ।

আলোচনা ও মত বিনিময় সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন, মাওলানা মো. আমান উল্লাহ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও  তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহাম্মেদ এর আশু রোগ মুক্তি কামনা সহ দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত নিবন্ধ