বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার
Published: 15th, June 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। যেটা শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার (১৫ জুন) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অধিনায়কের দায়িত্বে থাকছেন নির্ভরযোগ্য অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা।
দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান তরুণ ক্রিকেটারকেও জায়গা দেওয়া হয়েছে। যেমন— কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা ও ঈশিতা ভিজেসুন্দরা। যারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে নজর কাড়ছেন। আর স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন প্রভাব বিস্তারকারী স্পিনার প্রবথ জয়াসুরিয়া।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে, কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ঐতিহাসিক মাঠে।
আরো পড়ুন:
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সময়সূচি
পাইবাসকে নিয়ে এলো বসুন্ধরা ক্রিকেট
শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:
পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ঈশিতা ভিজেসুন্দরা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক