কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ আজ রোববার ৮ শতাধিক যাত্রী নিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে আটকা পড়েছিল। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এনে বিকেল পাঁচটার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দীর্ঘ সময় আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের ব্যবস্থাপক (স্টেশনমাস্টার) মো.

গোলাম রব্বারী বলেন, আজ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর; অর্থাৎ বেলা পৌনে একটার দিকে আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বেলা দেড়টার দিকে ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ২৩টি বগিতে ৮ শতাধিক যাত্রী ছিলেন। সাড়ে তিন ঘণ্টা পর; অর্থাৎ বিকেল পাঁচটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। তাতে ট্রেনযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

রেলস্টেশনের কর্মকর্তারা জানান, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে রিলিফ ট্রেন নেই। চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে (ইসলামাবাদ) পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র নট

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ

  • মাদক–অস্ত্র ঠেকাতে কক্সবাজার রেলস্টেশনে ডগ স্কোয়াড
  • বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম