বিয়ের পিঁড়িতে বসা হলো না রিমঝিমের
Published: 16th, June 2025 GMT
এই জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রিমঝিম বড়ুয়ার। পরিবারজুড়ে ছিল আনন্দ-উৎসবের প্রস্তুতি। বিয়ে সাজসজ্জার কেনাকাটা করতে যাচ্ছিলেন চট্টগ্রামে। পথেই দুর্ঘটনায় থেমে যায় সেই যাত্রা।
সোমবার (১৬ জুন) সকাল ৭টায় কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর জেটিঘাট এলাকায় বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ হারান রিমঝিম বড়ুয়া (২৩)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত হন আরও দু’জন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের হাবিবউল্লাহ ও তার ১০ বছরের শিশু সন্তান মোহাম্মদ রিয়াদ।
নিহত রিমঝিম বড়ুয়া রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার দিনমজুর হিমাংশু বড়ুয়ার মেয়ে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন রিমঝিম। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেন দীর্ঘদিন ধরে। বিয়ের দিন ধার্য ছিল আগামী ৫ জুলাই, পাত্রের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘‘আজ সকালে রিমঝিম তার ছোট বোন ও আত্মীয়দের নিয়ে চট্টগ্রামে বিয়ের কেনাকাটা করতে যাচ্ছিলেন। রামুর বাইপাস থেকে পূরবী পরিবহনের একটি বাসে ওঠেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। বাসটি রশিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাসটি উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিমঝিম।’’
দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
রিমঝিমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের মাঝে। যার আগামী মাসেই বাজতো বিয়ের সানাই, তারই আজ চলছে শেষকৃত্যের আয়োজন। তাই শোকে মুহ্যমান স্বজনেরা।
ঢাকা/তারেকুর/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন