কু‌ষ্টিয়ার সদর উপ‌জেলায় ব্যবসায়ী যাহা বক্সকে (৩৮) নিজ প্রতিষ্ঠান থে‌কে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ জুন) দিনগত রাত ১টার দিকে উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রা‌ম থেকে তাকে অপহরণ করা হয়। 

যাহা বক্স একই গ্রা‌মের মৃত কুদ্দুস আলীর ছে‌লে। বা‌ড়ির পাশে তি‌নি প্রান্ত স্টোর না‌মে মু‌দি ‌দোকান চালা‌তেন। ঘটনাস্থল থে‌কে উদ্ধার করা এক‌টি চিঠি থে‌কে অপহর‌ণের বিষয়‌টি ধারণা করছে পু‌লিশ ও প‌রিবার। চিঠি‌তে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ দা‌বি করা হ‌য়ে‌ছে। পাঁচ দিনের মধ্যে নি‌র্দিষ্ট ঠিকানায় টাকা না‌ পৌঁছা‌লে লাশ গুম করার হুম‌কি দেয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন‌কে জিজ্ঞাসাবাদের জন‌্য থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ।

যাহা ব‌ক্সের স্ত্রী সাথী খাতুন ব‌লেন, ‘‘আমরা সবাই ঘুমা‌চ্ছিলাম। রাত ১টার দি‌কে অপ‌রি‌চিত এক ব‌্যক্তি স‌্যালাইন ‌কেনার জন‌্য ডাক দেয়। তি‌নি দোকান খু‌লে স‌্যালাইন দেয়ার জন‌্য বাইরে যান। বেশ কিছু সময় পার হ‌লেও তি‌নি ফি‌রে না আস‌ায় তা‌কে খুঁজ‌তে ঘ‌রের দরজা খুলতে গে‌লে বুঝ‌তে পা‌রি বাইরে থে‌কে ছিটকা‌নি আটকা‌নো। এ সময় আমা‌র চিৎকা‌রে শাশুড়ি এসে ছিটকা‌নি খু‌লে দেয়। স‌ঙ্গে স‌ঙ্গে দোকা‌নে গি‌য়ে আমার স্বামী‌কে আর পাইনি। দোকা‌নের তালা খোলা ছিল এবং ক‌্যাশ বা‌ক্সও খা‌লি ছিল।’’

আরো পড়ুন:

র‌্যাব পরিচয়ে অপহরণ: চক্রের মূল হোতা গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে অভিযোগ: সন্তানকে লুকিয়ে রেখে চাচাদের নামে মামলা

তিনি আরো বলেন, ‘‘এ সময় দোকা‌নের বাইরে বে‌ঞ্চের উপর আঠা দি‌য়ে আটকা‌নো খা‌মের ম‌ধ্যে এক‌টি চি‌ঠি পাই। চি‌ঠি‌তে পাঁচ‌দিনের ম‌ধ্যে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ চাওয়া হ‌য়ে‌ছে। টাকা না দি‌লে আর পু‌লিশ‌কে বল‌লে লাশ পাব না লি‌খে‌ছে।’’ 

ছে‌লে প্রান্ত বলেন, ‘‘আমা‌র ঘ‌রের দরজাও বাইরে থে‌কে আটকা‌নো ছিল। বাইরে বে‌রি‌য়ে স‌ঙ্গে স‌ঙ্গে বাবার কল দি‌য়ে মোবাইল বন্ধ পাই। আজ সোমবার (১৬ জুন) দোকা‌নে হালখাতা ছিল। অন‌্যান‌্য দোকা‌নিরা যারা সপ্তা‌হে বা‌কি প‌রিশোধ কর‌তেন, তারাও টাকা দি‌য়ে‌ গি‌য়ে‌ছি‌লেন। ৪ থে‌কে ৫ লাখ টাকা ক‌্যাশ বা‌ক্সের নি‌চে রাখা ছিল। সে টাকাও পাওয়া যায়‌নি।’’ 

এ ঘটনায় আজ সোমবার (১৬ জুন) সকা‌লে বা‌ড়ির সাম‌নে থে‌কে আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন‌কে থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ। আলী হায়দার ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও জাসদ গণবা‌হিনীর আঞ্চ‌লিক নেতা। 

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান ঘটনার সত‌্যত‌া স্বীকার ক‌রে জানান, পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। প‌রিবা‌রের সঙ্গে যোগা‌যোগ রাখ‌ছে। উদ্ধার হওয়া চি‌ঠি যাচাই-বাছাই করে ধারণা করা হ‌চ্ছে, তাকে অপহরণ হ‌য়ে‌ছে। ওই ব‌্যবসায়ী‌কে উদ্ধা‌রে পুলিশ তৎপর র‌য়ে‌ছে।

জিজ্ঞাসাবা‌দের জন‌্য স্থানীয় ইউপি চেয়ারম‌্যান‌কে থানায় নেয়া হ‌য়ে‌ছে বলে জানান তিনি। 

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অপহরণ ইউন য়

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ