Risingbd:
2025-11-03@03:43:51 GMT

মাদারীপুরে করোনা রোগী শনাক্ত

Published: 16th, June 2025 GMT

মাদারীপুরে করোনা রোগী শনাক্ত

মাদারীপুর সদর উপজেলার এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম। 

ডা. মো. নুরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর হাসপাতালে সাতজনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে, গত বৃস্পতিবার (১৩ জুন) হাসপাতালে পরীক্ষা করতে আসলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি সুস্থ আছেন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।” 

আরো পড়ুন:

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, শনাক্ত ২৫

গাজীপুরে এখনো করোনা পরীক্ষার ব্যবস্থা হয়নি

ঢাকা/বেলাল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ