মাদারীপুর সদর উপজেলার এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (১৬ জুন) শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম।
ডা. মো. নুরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর হাসপাতালে সাতজনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে, গত বৃস্পতিবার (১৩ জুন) হাসপাতালে পরীক্ষা করতে আসলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি সুস্থ আছেন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।”
আরো পড়ুন:
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, শনাক্ত ২৫
গাজীপুরে এখনো করোনা পরীক্ষার ব্যবস্থা হয়নি
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত