সোনারগাঁয়ে ময়লার ভাগাড়কে পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ
Published: 16th, June 2025 GMT
সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালি ব্রিজের ইউলুপ এলাকাকে ঘিরে “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় ময়লার ভাগাড় ও অবৈধভাবে গড়ে ওঠা পরিত্যক্ত প্লাস্টিক বাছাইয়ের কারখানা উচ্ছেদ করা হয়েছে।
একইসাথে এ স্থানকে একটি পরিচ্ছন্ন, মনোরম ও পরিবেশবান্ধব মিনি পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে প্রকল্পের উদ্বোধন করা হয়।
রোববার (১৬ জুন) বিকেলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।
প্রথম ধাপে এলাকা থেকে সকল আবর্জনা অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভবিষ্যতে এই স্থানকে ঘিরে ফুলের বাগান, খোলা জায়গায় বসার ব্যবস্থা, ও সৌন্দর্য্যবর্ধনের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সচিব মফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন