অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা ও বিশ্বাস রেখে চলবে বিএনপি। সে জন্য অবিশ্বাস তৈরি হয়, আপাতত এমন কিছুতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দলটির নীতিনির্ধারণী নেতারা।

বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সাম্প্রতিক দুটি ঘটনাকে সামনে রেখে এ বিষয়ে আলোচনা হয়। এর একটি হচ্ছে, লন্ডন বৈঠক এবং বৈঠক-পরবর্তী পরিস্থিতি। অন্যটি হচ্ছে, দলের নেতা ইশরাক হোসেনের আন্দোলন। এর মধ্যে ১৩ জুন লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ের ঘোষণা দিয়েছিলেন। প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরেছেন। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। স্থায়ী কমিটির সভায় নেতারা এর নানা দিক নিয়ে আলোচনা করেন।

অপর দিকে আদালতের রায় পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন আন্দোলন করছেন। এর মধ্যে গত সোমবার থেকে শপথ ছাড়াই তিনি নিজ দায়িত্বে মেয়রের দায়িত্ব পালন শুরু করেছেন। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ও করেছেন। গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় নেতারা দুটি ঘটনার পর্যালোচনা করেন।

সভায় নেতারা অভিমত প্রকাশ করেন যে লন্ডন বৈঠকের পর ইশরাক হোসেন আন্দোলন থেকে পিছু হটলে মানুষের কাছে ভুল বার্তা যাবে যে সরকারের সঙ্গে বিএনপির সব বিষয়ে সমঝোতা হয়ে গেছে। সমালোচকেরাও সুযোগ পেয়ে যাবে। তাই রয়েশয়ে আন্দোলন চালিয়ে যাওয়া উচিত হবে। অবশ্য সভায় এই আলোচনাও হয় যে এই আন্দোলনে বিএনপির সমর্থন থাকলেও দল সরাসরি সম্পৃক্ত নয়। এটাকে ঢাকা দক্ষিণ সিটির ‘অভিভাবকশূন্য’ জনগণের আন্দোলন হিসেবে দেখাতে চান নেতারা।

ইশরাক হোসেনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘ইশরাক হোসেন সর্বোচ্চ আদালতের রায় পেয়েছেন। নির্বাচন কমিশনও প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচিত ছিল আদালতের রায় মেনে তাঁকে মেয়র পদে শপথ পড়ানোর ব্যবস্থা করা। এখানে আইনের ব্যত্যয় হয়েছে, আদালতের রায়ের অবমাননা করা হয়েছে। আদালতের রায় বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। এর বাইরে তো আমাদের কিছু বলার নেই।’

কথা বলে জানা গেছে, পরিস্থিতি যা-ই হোক, লন্ডন বৈঠকের পর নেতাদের সতর্কভাবে কথা বলা এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার বিষয়ে আলোচনা হয়। নেতারা মনে করেন, সরকার প্রকৃতপক্ষে কী করতে চাইছে, তা সময়েই বলে দেবে। এখন শুধু অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা শ্রেয়। লন্ডন বৈঠকের পর আমাদের কিছু সময় সরকারকে পর্যবেক্ষণ করতে হবে, তারা কী করে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইশর ক হ স ন ব এনপ র স সরক র র

এছাড়াও পড়ুন:

ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার

ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।

আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।

বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।

অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।

আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ