১০ মাসে সনদ পেয়েছে ৯৪ চলচ্চিত্র, জমা নেই একটিও
Published: 19th, June 2025 GMT
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের পর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গত ১০ মাসে জনসম্মুখে প্রদর্শনের যোগ্য ৯৪টি চলচ্চিত্রকে সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মাসে সার্টিফিকেশন বোর্ডের সনদ পাওয়ার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ৩৮টি, পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ২৯টি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং প্রামাণ্যচিত্র ১৫টি।
এ ছাড়া বিভিন্ন দূতাবাস থেকে প্রেরিত এবং ফিল্মক্লাব ও চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত উৎসবে প্রদর্শনের জন্য মোট ৪৮৪টি চলচ্চিত্রকে পরীক্ষণপূর্বক বিশেষ সনদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৯টি বাংলা ও ইংরেজি চলচ্চিত্রের ট্রেলারকে সনদ প্রদান করেছে।
বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সনদ গ্রহণের জন্য কোনো চলচ্চিত্রের আবেদন অপেক্ষমাণ নেই বলেও জানানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র ট ফ ক শন ব র ড চলচ চ ত র স সনদ প
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি রাসেল গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) পালিয়ে যায়।
সোমবার (৪ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম। এরআগে রবিবার (৩ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেল লাইন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রাসেল হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের মৃত ইসরাফিলের ছেলে এবং পলাতক মাদক কারবারি মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ একই এলাকার খলিলের ছেলে।
ওসি মো: শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত রাসেল হোসেন ও পলাতক মো. মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে রাসেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।