ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ডার্ক ম্যাটার নিয়ে সেমিনার
Published: 20th, June 2025 GMT
ডার্ক ম্যাটার এক রহস্যময় ও অদৃশ্য পদার্থ, যা মহাবিশ্বের মোট ভরের প্রায় ২৭ ভাগ গঠন করে আছে বলে ধারণা করা হয়। ডার্ক ম্যাটার আলো বা অন্য কোনো তড়িৎ চুম্বকীয় বিকিরণ শোষণ, প্রতিফলিত বা নির্গত করে না। আর তাই ডার্ক ম্যাটার সরাসরি দেখা যায় না। বিজ্ঞানীরা এর অস্তিত্ব অনুমান করতে নানা ধরনের পরীক্ষা করছেন। বিজ্ঞানীরা কীভাবে ডার্ক ম্যাটারের অদৃশ্য উপস্থিতি অনুমান করেন, তা জানাতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিজ্ঞানবিষয়ক এক সেমিনার। ‘মেরুল বাড্ডা টকস ইন ম্যাথ অ্যান্ড ফিজিকস’ সেশনের অংশ হিসেবে আয়োজিত এই সেমিনারে ডার্ক ম্যাটার নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা আমিন। সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অধ্যাপক মোস্তফা আমিন তাঁর বক্তব্যে ডার্ক ম্যাটারের ধারণা দেন। ডার্ক ম্যাটারের অস্তিত্বের প্রমাণ ও আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এর ভূমিকা নিয়ে আলোচনা পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন কীভাবে বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন গ্যালাক্সি, গ্যালাক্সি ক্লাস্টার ও কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের পর্যবেক্ষণের মাধ্যমে ডার্ক ম্যাটারের অদৃশ্য উপস্থিতি অনুমান করেন। তিনি গবেষণার বিভিন্ন ফলাফল ও ডার্ক ম্যাটার শনাক্তকরণের জন্য চলমান বিভিন্ন পরীক্ষামূলক প্রচেষ্টা সম্পর্কেও আলোকপাত করেন।
সেমিনারে শিক্ষার্থীরা ডার্ক ম্যাটারের প্রকৃতি, ভবিষ্যৎ গবেষণা ও মহাবিশ্বের গঠন–সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে অধ্যাপক মোস্তফা আমিন বলেন, ‘বর্তমানে ডার্ক ম্যাটারের অস্তিত্ব প্রমাণিত। আমরা এখন ডার্ক ম্যাটার আসলে কী নিয়ে গঠিত, তা জানার চেষ্টা করছি।’
সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দা তাসনুভা বলেন, ‘একজন আন্তর্জাতিক মানের গবেষকের কাছ থেকে সরাসরি ডার্ক ম্যাটার সম্পর্কে জানতে পারা আমাদের শিক্ষার্থীদের জন্য অসাধারণ অভিজ্ঞতা। এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল বাড়াতে এবং গবেষণার প্রতি আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সেমিনারের আয়োজক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত প্রোগ্রামের পরিচালক অধ্যাপক সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী বলেন, ‘অধ্যাপক আমিন ডার্ক ম্যাটারের ওপর একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন আমাদের শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এ রকম আয়োজন আরও করা হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বনানীতে গুলিবিদ্ধ সেই হাসপাতালকর্মীর মৃত্যু
রাজধানীর বনানীতে গুলিতে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের এক সাবেক কর্মী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
নিহত জামান হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন এবং একসময় চতুর্থ শ্রেণির কর্মচারীর সংগঠনের (অফিস ক্লাব) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
জামান হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার রাত সোয়া ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা-পুলিশকে জানানো হয়েছে।
জামানের বড় ভাই সালাউদ্দিন জানান, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে চা খেতে যান জামান। এ সময় হঠাৎ মুখোশধারী দুই দুর্বৃত্ত দূর থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
জামানের ডান চোখের পাশে গুলি লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত জামান হোসেন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।