সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
Published: 20th, June 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের বড় লবনগোলা এলাকার মো.
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্স মৌচাক বাস স্ট্যান্ড (ঢাকা ইনকামিং) ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. গোলাম মোস্তফা স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
একই দিন রাত পৌনে ৮টায় সিদ্ধিরগঞ্জের বাঘমারা তিন রাস্তা মোড় এলাকায় বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোছা. রুমি ও মোছা. রাবিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইনসহ মো. আব্দুল করিম ও মো. জসিম নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র ব গ র প ত র কর হ র ইনসহ এল ক র ম
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদ (৩৫) কে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আরিফ মাহমুদ সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার সিরাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নাসিক ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
রোববার (৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় আটি ভূমি পল্লী আবাসন এলাকার প্রধান গেটের সামনে থেকে শনিবার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আরিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। নতুন আরেকটি মামলা করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।