ঢাকার অদূরে আশুলিয়ার শিমুলিয়ায় স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে জমির মালিকপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় শিমুলিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ এবং জহিরুল ইসলাম। তারা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত একটি সরু কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন ওই এলাকার বাসিন্দারা। রাস্তার কিছু অংশ ব্যক্তিমালিকানাধীন জমির ওপর হওয়ায় সম্প্রতি মালিক আবুল হোসেন ওই অংশে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এতে রাস্তা বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে ওই দেয়াল ভেঙে ফেলেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার দিকে জমির মালিক আবুল হোসেনের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান বলেছেন, “বিকেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখনই আবুল হোসেনের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হন।”

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/আরিফুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ

এছাড়াও পড়ুন:

আমরা গর্বিত আমাদের এন্ড্রু কিশোর আছেন: কনকচাঁপা

বাংলা গানের প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ২০২০ সালের ৬ জুলাই পরপারে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। জীবদ্দশায় ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া কালজয়ী গানের সংখ্যাও কম নয়। 

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের সহশিল্পী ছিলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। জুটি বেঁধে তারা বহু গানে কণ্ঠ দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এন্ড্রু কিশোরের জন্মদিন। এ উপলক্ষে প্রিয় শিল্পী, প্রিয় সহকর্মীকে স্মরণ করেছেন কনকচাঁপা।

আরো পড়ুন:

অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন

ঋত্বিক ঘটক কীভাবে বিধু বিনোদ চোপড়ার নাম রাখেন?

কনকচাঁপা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ শিল্পী বলেন, “শুভ জন্মদিন হে তরল সোনা মাখানো কণ্ঠের রাজা এন্ড্রু কিশোর দাদা! আমরা গর্বিত আমাদের এন্ড্রু কিশোর আছেন! আছেন বলছি এজন্য যে, শারীরিকভাবে না থাকলেও তিনি আগের চেয়েও আরো বেশি আপন ও প্রয়োজনীয় হয়ে আছেন।”

খানিকটা ব্যাখ্যা করে কনকচাঁপা বলেন, “একজন এন্ড্রু কিশোর! একটি কণ্ঠ, একটি গলিত সোনার নদী। সিনেমা হলে যখন তার গান বাজে তখন পুরো হল সেই আওয়াজ মেখে মেখে যায়। সে কণ্ঠ ভাসতে, ভাসাতে, কাঁদাতে, রোমান্সে ডুবাতে কোনো ডলবি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম লাগে না। তিনি যখন গান ‘ডাক দিয়াছে দয়াল আমারে’, তখন সমস্ত শ্রোতার এই দুনিয়ার উপর অভিমান জাতিগতভাবে উপচে পড়ে। আবার এই তিনিই যখন গান ‘তুমি আমার জীবন’ তখন সমস্ত পুরুষ ভাবেন, এভাবেই তো প্রিয়াকে বলতে চেয়েছি আমি!” 

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কনকচাঁপা বলেন, “কিশোরদার সাথে গেয়েছি চৌত্রিশ বছর। তিনি আজ নেই অথচ এখনো তার কণ্ঠের প্রতি বিস্ময় আমার কাটেই না। মঞ্চে যখন গাই, আমি শ্রদ্ধায় অবনত হয়ে যাই। বারবার ভাবি, এত সম্মান আমার কপালে ছিল। ও আল্লাহ! কতই তুমি দিলা আমায় বিনা কারণে!”

ফেসবুকে পোস্ট করা ছবিটির পেছনের গল্প জানিয়ে কনকচাঁপা বলেন, “এই ছবিটি ‘তোমাকে চাই’ সিনেমার গানের রেকর্ডিংয়ের। আমরা গাইছিলাম ‘আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার’ সিম্ফনি স্টুডিওতে।”

এন্ড্রু কিশোরের পাশাপাশি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করে কনকচাঁপা বলেন, “আমাদের ‘এন্ড্রু কিশোর-কনকচাঁপা’ নামের জুটি যে মহাশিল্পী নিজের ভালোবাসার তুলিতে এঁকেছেন, সেই জাতশিল্পী, স্বভাবকবি বাংলার সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে কৃতজ্ঞতা জানাই। তিনিও আমাদের মাঝে নেই। তাদের জন্য আমার শ্রদ্ধা অবিরাম।” 

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। সেখানেই কেটেছে তার দুরন্ত শৈশব ও কৈশোর। বেঁচে থাকলে একাত্তর বছরে পা দিতেন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ