আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে উত্তরাঞ্চলের বৃহত্তম জনসভার আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই লাখের বেশি মানুষ এ সভায় উপস্থিত থাকবেন বলে আশা করছেন দলটির নেতারা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের।

বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতের উত্তরাঞ্চলের দায়িত্বশীল সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আগামী ৪ জুলাইয়ের জনসভা সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে দলীয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

ইসলামী দলগু‌লোর ঐক‌্যবদ্ধ নির্বাচনে ইসলামপন্থিরাই রাষ্ট্র ক্ষমতায় আস‌বে: রেজাউল করীম

জনসভার সার্বিক দায়িত্বশীল রংপুর মহানগর আমির এটিএম আজম খান বলেন, “জনসভাকে ঘিরে মহানগর ও জেলার থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সভা সম্পন্ন করতে গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিচারের দাবি, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হবে।

জামায়াত নেতাদের দাবি, এই জনসভায় দুই লাখেরও বেশি মানুষ উপস্থিতি থাকবেন। যা হবে উত্তরাঞ্চলের ইসলামী রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুব রহমান বেলাল, রংপুর জেলা অমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপস থ ত ইসল ম

এছাড়াও পড়ুন:

রংপুরে উত্তরাঞ্চলের বৃহত্তম জনসভার প্রস্তুতি জমায়াতের

আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে উত্তরাঞ্চলের বৃহত্তম জনসভার আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই লাখের বেশি মানুষ এ সভায় উপস্থিত থাকবেন বলে আশা করছেন দলটির নেতারা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের।

বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতের উত্তরাঞ্চলের দায়িত্বশীল সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আগামী ৪ জুলাইয়ের জনসভা সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে দলীয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

ইসলামী দলগু‌লোর ঐক‌্যবদ্ধ নির্বাচনে ইসলামপন্থিরাই রাষ্ট্র ক্ষমতায় আস‌বে: রেজাউল করীম

জনসভার সার্বিক দায়িত্বশীল রংপুর মহানগর আমির এটিএম আজম খান বলেন, “জনসভাকে ঘিরে মহানগর ও জেলার থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সভা সম্পন্ন করতে গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিচারের দাবি, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হবে।

জামায়াত নেতাদের দাবি, এই জনসভায় দুই লাখেরও বেশি মানুষ উপস্থিতি থাকবেন। যা হবে উত্তরাঞ্চলের ইসলামী রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুব রহমান বেলাল, রংপুর জেলা অমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ