ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ইতালিতে অতিরিক্ত গরমে একজনের মৃত্যু হয়েছে, স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আরও দুজন। বুধবার জার্মানিতে বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। এদিন দাবানলের ঝুঁকিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দাবানলের শঙ্কায় জার্মানির ব্র্যান্ডেনবুর্গ রাজ্যের এলবে-এলস্টার-জেলক্রাইস জেলার ‘ক্লেইনবাহরেন’ বনাঞ্চল থেকে মঙ্গলবার ৫২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার দেশটির উত্তর সাগর উপকূলীয় অঞ্চল ছাড়া সারা দেশে তাপপ্রবাহ ও চরম গরমের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলো চরম তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে। এখন তা ধীরে ধীরে উত্তরের দিকে ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, বুধবার তাপপ্রবাহ চূড়ান্ত অবস্থায় পৌঁছালে ঠান্ডা বায়ুপ্রবাহ আসতে পারে, তবে এর সঙ্গে বজ্রঝড়ের ঝুঁকিও থাকবে।

জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ জার্মানিতে বুধবার বজ্রঝড় হতে পারে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি থাকবে। বিকেল থেকে এই ঝড় বেলজিয়াম ও নেদারল্যান্ডস হয়ে উত্তর-পশ্চিম জার্মানিতে ছড়িয়ে পড়তে পারে। আল্পস পার্বত্য অঞ্চল ইতিমধ্যে ঝড়ে আক্রান্ত হয়েছে।

স্পেনের মাদ্রিদে রেটিরো পার্কে গরমে ঝর্ণার পানিতে গরম নিবারণ করছেন এক ব্যক্তি, ১ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব হ

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।

এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।

আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫

এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।

আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

সম্পর্কিত নিবন্ধ