ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ইতালিতে অতিরিক্ত গরমে একজনের মৃত্যু হয়েছে, স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আরও দুজন। বুধবার জার্মানিতে বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। এদিন দাবানলের ঝুঁকিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দাবানলের শঙ্কায় জার্মানির ব্র্যান্ডেনবুর্গ রাজ্যের এলবে-এলস্টার-জেলক্রাইস জেলার ‘ক্লেইনবাহরেন’ বনাঞ্চল থেকে মঙ্গলবার ৫২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার দেশটির উত্তর সাগর উপকূলীয় অঞ্চল ছাড়া সারা দেশে তাপপ্রবাহ ও চরম গরমের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলো চরম তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে। এখন তা ধীরে ধীরে উত্তরের দিকে ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, বুধবার তাপপ্রবাহ চূড়ান্ত অবস্থায় পৌঁছালে ঠান্ডা বায়ুপ্রবাহ আসতে পারে, তবে এর সঙ্গে বজ্রঝড়ের ঝুঁকিও থাকবে।

জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ জার্মানিতে বুধবার বজ্রঝড় হতে পারে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি থাকবে। বিকেল থেকে এই ঝড় বেলজিয়াম ও নেদারল্যান্ডস হয়ে উত্তর-পশ্চিম জার্মানিতে ছড়িয়ে পড়তে পারে। আল্পস পার্বত্য অঞ্চল ইতিমধ্যে ঝড়ে আক্রান্ত হয়েছে।

স্পেনের মাদ্রিদে রেটিরো পার্কে গরমে ঝর্ণার পানিতে গরম নিবারণ করছেন এক ব্যক্তি, ১ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব হ

এছাড়াও পড়ুন:

উত্তরসূরি বাছাইয়ে অন্য কারো ‘হস্তক্ষেপ’ চলবে না: দালাই লামা

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার অবর্তমানে যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তিনি তাদের কয়েক শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের ঐতিহ্যকে বজায় রাখবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তার 'গাহদেন ফোড্রাং ট্রাস্ট'। এই প্রসঙ্গে অন্য কারো 'হস্তক্ষেপ' চলবে না।

এদিকে চীন তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন প্রয়োজন।

দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

অতীতে উত্তরসূরির বিষয়ে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল। তবে বুধবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন দালাই লামার সিদ্ধান্তকে তারা সর্বসম্মতিক্রমে সমর্থন করছেন। সূত্র-বিবিসি বাংলা

সম্পর্কিত নিবন্ধ