চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা দোকানিদের তাৎক্ষণিকভাবে জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। একইদিন বিকালে চকবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করতে অভিযান পরিচালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ কর্মকর্তা-কর্মচারীরা।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, মেয়র ডা.

শাহাদাত হোসেন নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে ১২টি মামলায় ১২ জন দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরো পড়ুন:

হাবিপ্রবিসাসের অফিসে ছাত্রদলের হামলা, বিচার দাবি চবিসাসের

চাকসুর নাম ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’

তিনি আরো বলেন, যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের অবশ্যই তা সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হকারদের দুপুর ৩টার আগে ব্যবসা না করার নির্দেশনা দেয়া হয়েছে। হকাররা চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা চালাতে পারবেন, তবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ঢাকা/রেজাউল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত এল ক য় ব যবস

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ