এক মৌসুমে দুই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা
Published: 4th, July 2025 GMT
সর্বোচ্চ গোলদাতা হওয়াটা সহজ কাজ নয়। সেটি পুরো লিগে কিংবা নিজের দলেও। অনেকেই নিয়মিত গোল করেও কখনো সর্বোচ্চ গোলদাতা হতে পারেন না। দেখা যায় কেউ না কেউ তাঁর চেয়ে বেশি গোল করে বসে আছেন।
এদিক দিয়ে জোয়েল ‘ডেঞ্জার’ পোহায়ানপালোকে ভাগ্যবান বলতেই হবে। ফিনল্যান্ডের এই স্ট্রাইকার ২০২৪-২৫ মৌসুমে দুই-দুটি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন! কীভাবে, সেই প্রশ্ন করতেই পারেন।
৩০ বছর বয়সী ফিনিশ স্ট্রাইকার মৌসুমের শুরুতে খেলেছেন সিরি ‘আ’ ক্লাব ভেনেৎসিয়ায়। গত ফেব্রুয়ারিতে সেই পোহায়ানপালো দল বদলে যোগ দেন সিরি ‘বি’ ক্লাব পালের্মোতে। সিরি ‘আ’তে ২০ ম্যাচে ৬ গোল করেই ভেনেৎসিয়ায় মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পোহায়ানপালো। তাঁর করা ৬ গোলই ছাড়াতে পারেননি অন্য কেউ। তাঁকে ছাড়া মৌসুমের শেষ ভাগ খেলা ক্লাবটি অবনমিত হয়ে গেছে সিরি ‘বি’তে।
জাতীয় দলের জার্সিতে জোয়েল পোহায়ানপালো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (8 জুলাই ২০২৫)
ছবি: কল্যাণ প্রসূন