হলিউডের সিনেমা ভক্তদের জন্য আরও দুটি আলোচিত ছবি নিয়ে আসছে দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। যার মধ্যে রয়েছে জনপ্রিয় ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। এ ছাড়া মুক্তি পাচ্ছে ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’। দুটি ছবিই আজ বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’
হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সব কটি ছবিই দর্শকমহলে কমবেশি আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিকুয়েল, যা চতুর্থ ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি।

১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তাঁর সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাঁকে। কারণ, কিছু মানুষ চান ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাঁদের কর্তৃত্ব স্থাপন করতে।
জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ড.

হেনরি লুমিসের চরিত্রে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’–এর দৃশ্য। আইএমডিবি

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা: ২৪ ঘণ্টাতেও মামলা হয়নি 

কুমিল্লার মুরাদনগরে মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডেকে এনে মা ও তার দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনো থানায় মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের লোকজনকে ঘটনার পর থেকে খোঁজা হচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) বাঙরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেছেন, আজ হয়ত ওই পরিবারের লোকজন থানায় মামলা করবেন। নিহত রাসেলের স্ত্রী জানিয়েছেন যে, তিনি আজ মামলা করবেন। কেউ না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।   

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনজনের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।  

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী গ্রামে মোবাইল ফোন ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ তুলে মা ও তার দুই সন্তান পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। 

নিহতরা হলেন—ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে ছেলে মো. রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (৩২)। হামলায় আহত হয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫। তাকে শঙ্কাটাপন্ন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রুবির জামাতা মনির হোসেনের সহযোগী মারুফ স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের একটি মোবাইল ফোন ছিনতাই করে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া এবং আকাবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রুবিকে জিজ্ঞাসা করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং ইউপি সদস্য বাচ্চু মিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে এলাকার শতাধিক লোক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই রুবি, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি নিহত হন। আহত হন রুমা আক্তার।

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ