বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের নামে প্রহসন হলে তা প্রতিহত করা হবে।” 

আজ শনিবার (৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নেতাকর্মীদের এখনই প্রস্তুত হতে হবে। সময় আসছে, নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ—কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জনগণের ভোট ও ভোটাধিকার নিশ্চিত থাকবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কারো লুটপাটের জায়গা নয়। যারা সেই রক্তের সঙ্গে বেঈমানি করছে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।”

পথসভায় আমীরে জামায়াত আরও বলেন, “আমরা দেখছি দেশে কিছু রাজনৈতিক দলের দখলদারিত্ব ও লুটপাট প্রবণতা। ক্ষমতার মোহে তারা জনস্বার্থ ভুলে গেছে। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করে দিতে চাই—নিজেদেরকে ঠিক করুন, না হলে জনগণই আপনাদের ঠিক করে দেবে।”

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান।

এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।

সভায় নেতারা সকল ধরনের ফ্যাসিবাদী ও দখলদার রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেইসঙ্গে গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন।

ঢাকা/রুবেল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

বিএনপি জনগণের শক্তির উপর আস্থাশীল: ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে জনগণের পাশে ছিল ও থাকবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় কর্মিসভায় তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

বিএনপি ৫ শতাংশ নারীকে মনোনয়ন দিতে পারে: সেলিমা রহমান

দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘দেশের সংকটময় মুহূর্তে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে। বিএনপি গণমানুষের দল। এই দল ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করছে। বিএনপি সব সময় জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘‘গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে আজ দেশ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ হারিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’’

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
 

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ দফা দাবিতে শহরে ইসলামী আন্দোলনের মানববন্ধন
  • যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ কাজ করব : সাখাওয়াত
  • টাউন হল সাংস্কৃতিক সংগঠনের ঠিকানা আর কবে হবে
  • পাঁচ দাবিতে জেলায় জেলায় জামায়াতের মানববন্ধন
  • ভোলার ঐতিহ্যবাহী বাংলা স্কুল পুকুর ভরাট করে বানানো হচ্ছে বহুতল ভবন
  • ‘মন্ত্রী-এমপিরা জেলে থাকতে পারলে জনগণের কর্মচারীরা কেন নয়?’
  • কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে
  • বিএনপি জনগণের শক্তির উপর আস্থাশীল: ডা. জাহিদ
  • আমাদের রাজনীতি হলো জনগণের জন্য : সাখাওয়াত 
  • আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক: মির্জা ফখরুল