আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। শোকের দিন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মুসলিমরা। আজ রোববার সকাল ১০টায় হোসাইনী দালান ইমামবাড়া থেকে ১০ মহররমের প্রধান তাজিয়া মিছিল বের হয়েছে।

হোসাইনী দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.

এম. ফিরোজ হোসেন জানান, তাজিয়া মিছিলটি সাজানো হয়েছে সামনে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া দিয়ে।

মিছিলটি হোসাইনী দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনে দালান থেকে গতকাল শনিবার সন্ধ্যা মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর থেকে খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়েছে। এদিন দিনব্যাপী দোয়া মোনাজাত, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) গিলাবে (প্রতীকী) সম্মান প্রদর্শন করেন ভক্ত অনুরাগীরা। এছাড়া বিশেষ ফজিলতের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমান রোজা পালন করেছেন।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম মিছিল বের হয়। আর শনিবার রাত ২টায় হোসাইনী দালান থেকে দ্বিতীয় মিছিল বের হয়।

এদিকে, রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়া ছাড়াও বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: হ স ইন ব র হয়

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আশুরায় তাজিয়া মিছিল, ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম

কালো পোশাক পরে খালি পায়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে চট্টগ্রামে বের করা হয়েছে তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহ থেকে মিছিলটি বের হয়। মিছিলে শতাধিক শিয়া সম্প্রদায়ের অনুসারী অংশ নেন।

ঐতিহাসিক এ মিছিলের নেতৃত্ব দেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন। এর আগে সকালে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে। মাসায়েব মজলিশে ইয়াজিদি বাহিনীর হাতে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।

স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। ‘ইয়া হোসেন ইয়া হোসেন’ বলে বুক চাপড়ে মাতম করতে থাকেন আবেগাপ্লুত মুসল্লিরা। পেশ ইমামের বক্তব্য শেষ হতে না হতেই হাত তুলে স্লোগান দিতে থাকেন সবাই। এরপর খালি পায়ে শত শত নারী পুরুষ শিশু কিশোর রাস্তায় নামেন।

পবিত্র আশুরা উপলক্ষে বের করা হয় তাজিয়া মিছিল। এ সময় ‘হায় হোসেন হায় হোসেন’ বলে মাতম করেন অংশগ্রহণকারীরা। আজ দুপুরে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায়

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষকদের ভূমিকা থেকে আমরা বিচ্যুত হয়েছি: শিক্ষা উপদেষ্টা
  • উপাচার্যরা দায়িত্ব চেয়ে নেননি, হাতে-পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি
  • আশুরায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • আশুরা উপলক্ষে রাজশাহীতে তাজিয়া মিছিল
  • চট্টগ্রামে আশুরায় তাজিয়া মিছিল, ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম
  • হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে ‘জুলাই চত্বর’ ও ‘জুলাই কর্নার’, হলে বিশেষ ভোজ ‘বিজয় ফিস্ট’
  • গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
  • জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা