প্রায় দুই লাখ পণ্যের উপর ৩০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। এই অফারটি সারা'র সকল আউটলেটে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে।
ছাড়ের আওতায় থাকছে মেনজ, উমেনস, বয়েজ ও গার্লস ক্যাটাগরির পণ্য। পুরুষদের পোশাকের মধ্যে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, ফরমাল শার্ট, বোটম, পাঞ্জাবি, কটি, পলো ও টিশার্টে মিলছে অফারটি। নারীদের ক্যাটাগরিতে মিলছে টুপিস, থ্রিপিস বোটম, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্টসহ আরও কিছু পণ্যে। বয়েজ ক্যাটাগরিতে ছাড় থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জাম্পসুট, টু পিস, বোটম, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বোটম, ফ্রক, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্টে পাওয়া যাচ্ছে এই অফার।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাকিবের ফিফটিতে ভালো সংগ্রহ দুবাই ক্যাপিটালসের
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অপরাজিত ফিফটিতে নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৭ উইকেটে ১৬৫ রান করেছে দুবাই।
বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স পার্কে ওপেনিং জুটিতে ২৪ রান যোগ করে দুবাই ক্যাপিটালস। ওপেনার নিরোশান ডিকওয়েলা ১৫ রান করে ফিরে যান। সেখান থেকে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দুবাই। আশা দেওয়া ওপেনার সাদেকুল্লাহ আতাল ২৫ বলে ৪১ রান করে আউট হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন।
দলের বিপদে হাল ধরেন পাঁচে ব্যাট করতে নামা সাকিব আল হাসান। তিনি ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কা আসে। শেষ দিকে জেসে বোটান ১১ বলে ২০ রান যোগ করেন।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে দুই উইকেট নেন কিউই পেসার ব্লেয়ার টিকনার। তিনি ৪ ওভারে ২৭ রান দেন। ৪ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট নেন আঙ্গুই শাকহাউ।