মাউন্টেন কনজ্যুমার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা
Published: 10th, July 2025 GMT
রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা এলাকায় মিথ্যা প্রচারণা ও প্রতারণার মাধ্যমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মাউন্টেন কনজ্যুমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপি জানায়, প্রতিষ্ঠানটি ‘অর্গানিক হেয়ার অয়েল’ নামে বিপজ্জনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য বাজারজাত করে আসছিল। যা ভোক্তাদের প্রতারিত করার শামিল।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো.
আরো পড়ুন:
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে গাছ বিতরণ
ঢাবি ক্লাবে তালা মারার হুঁশিয়ারি শিক্ষার্থীদের
ডিএমপির মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তাই সংশ্লিষ্ট আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সাধারণ নাগরিকদের সতর্ক থাকার এবং এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য পেলে ৯৯৯ বা সংশ্লিষ্ট থানাকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি।
ঢাকা/মাকসুদ/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি
জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আট নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির এসব নেতার অব্যাহতির কারণ হিসেবে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে। তবে কী ধরনের অবহেলার কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাঁধন ও মেহেদী হাসান মিরাজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও শামসুল আরেফিনকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।