ইন্টারনেটের দাম নিয়ে মোবাইল অপারেটরদের ওপর ক্ষোভ প্রকাশ ফয়েজ তৈয়্যবের
Published: 13th, July 2025 GMT
মোবাইল ইন্টারনেটের সেবার মান ও দাম কমানো নিয়ে অপারেটরগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘আমি ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না। সমানে অ্যাটাক আসে। প্রতি ১০টির মধ্যে ৯টি মন্তব্যই হচ্ছে ইন্টারনেটের দাম কেন কমাতে পারলাম না? কেন এত ইন্টারনেটের দাম বাড়ছে, কেন কভারেজ নেই ইত্যাদি ইত্যাদি।’
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব এ কথাগুলো বলেন। বৈঠকটির আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
বৈঠকে মোবাইল অপারেটর কোম্পানি রবির একজন কর্মকর্তা নতুন টেলিযোগাযোগ নীতির কয়েকটি সীমাবদ্ধতা তুলে ধরার চেষ্টা করলে তাঁকে থামিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় মোবাইল অপারেটরগুলোর সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মোবাইল কোম্পানিগুলোর মধ্যে নেটওয়ার্ক সংযোগের যে সুযোগ তৈরি করে দিয়েছে, সেগুলোর প্রশংসা করে না অপারেটররা। কোম্পানিগুলো বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাচ্ছে।
বৈঠকে মোবাইল অপারেটরদের গ্রাহক হারানোর বিষয়টি তুলে ধরেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, গ্রাহক কমার কারণ হিসেবে অপারেটরগুলো সিমের কর বাড়ানোর কথা বলছে, যা সঠিক নয়। নিম্নমানের সেবার কারণে মানুষ মোবাইল ইন্টারনেট-বিমুখ হচ্ছে।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পড়েন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার। টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠি
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (১১ জুলাই) দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কেএম ইমরান হোসাইন।
সেক্রেটারি আনাস আহমদের পরিচালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সভাপতি সালাহউদ্দিন আহমদ, ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি ফজলে রাব্বী, মহানগর অফিস সম্পাদক খলিলুর রহমান, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ।