কক্সবাজারের উখিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় এ মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই ২০১৯ সালের ২৭ জুলাই নিহত কামালের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন।

মামলায় অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। তারা সবাই মনখালী এলাকার বাসিন্দা। নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

আরো পড়ুন:

মাগুরায় শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

পাবনায় গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কামাল হোসেন গত ৭ জুলাই রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মনখালী খালের একটি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। 

ঢাকা/তারেকুর/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠি

ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (১১ জুলাই) দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কেএম ইমরান হোসাইন।

সেক্রেটারি আনাস আহমদের পরিচালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ছাত্র মজলিসের সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সভাপতি সালাহউদ্দিন আহমদ, ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি ফজলে রাব্বী, মহানগর অফিস সম্পাদক খলিলুর রহমান, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লা বাজারে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ
  • ঘাতক যতই প্রভাবশালী হোক, দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খেলাফত মজলিসের
  • চাঁদাবাজদের দখলে এখন দেশের প্রতিটি বাজার, দোকানপাট, পরিবহন ও নির্মাণ খাত: মামুনুল হক
  • টেলিযোগাযোগ খাতে ‘অতিরিক্ত লেয়ার ইনজেক্ট’ করা হয়েছিল: ফয়েজ তৈয়্যব
  • সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা, ৫ জন প্রবাসী
  • সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
  • সিলেটে অনেক শহীদের পরিবার চরম বিপাকে
  • ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠি
  • ‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মেনে নেবে না হেফাজত’