যুক্তরাষ্ট্রের কমেডিয়ান ও টক শো উপস্থাপক রোজি ও’ডোনেলের ওপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজায় চটেছেন। ট্রাম্প বলেছেন, তিনি রোজির মার্কিন নাগরিকত্ব কেড়ে নিতে পারেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা হয়। তাতে প্রাণহানি ঘটে শতাধিক। বন্যার পর রোজি ও’ডোনেল আবহাওয়ার পূর্বাভাস সংস্থাগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে রোজির বিরুদ্ধে তোপ দাগেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রোজি ও’ডোনেল আমাদের মহান দেশের স্বার্থের উপযোগী নন। এ বিবেচনায় তাঁর নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে ভাবছি।’

ট্রাম্প আরও লেখেন, ‘তিনি (রোজি) মানবতার জন্য হুমকি। তাঁর আয়ারল্যান্ডের মতো চমৎকার দেশে থাকা উচিত, যদি তারা তাঁকে চায়। ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন।’

দীর্ঘদিন ধরেই ট্রাম্প অননুমোদিত অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প বলছেন, তাঁর মতের সঙ্গে মিলছে না, এমন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও তিনি দেশ থেকে বের করে দেবেন।

যদিও যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, জন্মসূত্রে পাওয়া কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। রোজির জন্ম নিউইয়র্কে। তিনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।

আরও পড়ুনটেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে০৮ জুলাই ২০২৫

চলতি মাসে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রোজি। ভিডিওতে তিনি ৪ জুলাই টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ১১৯ জনের প্রতি শোক জানান। সেই সঙ্গে এ বন্যার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া পরিবেশ ও বিজ্ঞান সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক কাটছাঁট এ জন্য দায়ী।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প অননুমোদিত অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প বলছেন, তাঁর মতের সঙ্গে মিলছে না, এমন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও তিনি দেশ থেকে বের করে দেবেন।

ভিডিওতে রোজি আরও বলেন, ‘টেক্সাসে কী ভয়াবহ গল্প। আপনি এটা জানেন যে যখন প্রেসিডেন্ট প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও সরকারের আবহাওয়া পূর্বাভাসের সক্ষমতা ব্যর্থ করে দেন, তখন এর ফলাফল আমরা নিত্যদিন দেখতে শুরু করব।’

মূলত এরপরই রোজির সমালোচনায় সরব হন ট্রাম্প। রোজির বিরুদ্ধে তিনি এতটাই চটেন যে তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়ে পোস্ট করেন ট্রুথ সোশ্যালে।

আরও পড়ুনজন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা নিয়ে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ২৪ অঙ্গরাজ্য ও শহরের মামলা২২ জানুয়ারি ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে কারা ক্ষতিগ্রস্ত হবেন২১ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র ব র কর

এছাড়াও পড়ুন:

নেতিবাচক তিশা আর ইয়াশ-প্রীয়ন্তীর ‘নসিব’ দেখে যা বলছেন দর্শক

কালো জাদু, প্রেম আর প্রতিশোধের টানাপোড়েন-সব মিলিয়ে এক অদ্ভুত অথচ চেনা বাস্তবতার গল্প নিয়ে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘নসিব’। নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তী উর্বী।

গত ১০ জুলাই ‘গান চিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের কমেন্ট সেকশনে ভেসে আসছে একের পর এক ইতিবাচক মন্তব্য।

গল্পে যা দেখা যায়, ‘নসিব’-এ ইয়াশ রোহান একজন পুলিশ অফিসারের চরিত্রে, যার সংসার স্ত্রী প্রিয়ন্তী উর্বীর সঙ্গে। সেই সংসারেই একসময় হানা দেয় অজানা অশুভ শক্তি। ধীরে ধীরে বদলে যেতে থাকে উর্বীর আচরণ-সাধারণ থেকে হয়ে ওঠে রহস্যময় ও অস্বাভাবিক। এই টানাপোড়েনের মধ্যেই ইয়াশের জীবনে আসেন তানজিন তিশা। তবে তিনি একেবারেই সাধারণ নন-তার আশেপাশে ঘোরে অতিপ্রাকৃত শক্তির ছায়া, লুকিয়ে আছে রহস্যময় এক জগত।

বাস্তব থেকে গল্প নাটকটির গল্প অনেকাংশে গ্রামবাংলার লোককথা বা কালো জাদু কেন্দ্রিক ভয়ের কাহিনিগুলোর মতো হলেও এর প্রেক্ষাপট শহুরে। এই রূপকথার মধ্যেও যেন ফুটে উঠেছে বাস্তবতা, যা দর্শকদের মনে ধরেছে প্রবলভাবে।

ফলে নসিব  দারুণভাবে উপভোগ করছেন দর্শক।  জোশি চাকমা নামের একজন লিখেছেন, ‘নাটকটি অনেক সুন্দর। অনেকটা অলৌকিক, অনেকটা ভৌতিকও। কিছুটা ভয়ও লাগলো। সত্যি অসাধারণ সুন্দর নাটকটা’।

উবায়দুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন, তানিম রহমান আংশু ভাইয়ের ইন্টারেস্টিং ভাবনা নসিব। ইয়াশ রোহান ভাই, তানজিন তিশা আপু এবং প্রিয়ন্তী উর্বী দারুণ অভিনয় করেছেন।

প্রিয়া ইসলাম মুন্নী মন্তব্য করেন, এরকম ঘটনা সমাজে কত হচ্ছে! সবাইকে ধন্যবাদ সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।

 পরিচালক তানিম রহমান অংশু জানান, মানুষের বিশ্বাস, ভয় ও নিয়তির যে জটিল খেলা-সেটিই ‘নসিব’-এর মূল ভাবনা। গল্পে যেমন ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তেমনি প্রেম ও প্রতিশোধের সাইকো থ্রিলার ঘরানার টুইস্টও আছে।”

অন্যদিকে, প্রিয়ন্তী উর্বী বলেন, ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ টের পেয়েছি। ইউটিউবে যারা নাটকটি দেখেছেন, তারা প্রশংসা করছেন—যা একজন অভিনেত্রী হিসেবে অনেক অনুপ্রেরণার।

সাইকো-থ্রিলার ঘরানায় নির্মিত এই গল্প বাংলা নাটকে এক ভিন্ন মাত্রা যোগ করল বলেই মনে করছেন অনেকেই।

সম্পর্কিত নিবন্ধ