মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে বর্জ্য ফেলে আন্দোলন করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আজ রোববার সকাল ৯টা থেকে পৌরসভার প্রধান ফটকের সামনে ভ্যানে করে ময়লা এনে ফেলা শুরু করেন তাঁরা। তাঁরা পৌরসভার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্লোগান দেন। এতে পৌরসভার সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারীদের দাবি, কুষ্টিয়া পৌরসভায় বিভিন্ন মজুরিতে অন্তত ৪৮০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। দুই ঘণ্টার কাজে সর্বনিম্ন মজুরি ৬০ টাকা আর দৈনিক সর্বোচ্চ মজুরি ২৭৫ টাকা। মাসের ৩০ দিন কাজ করলেও তাঁদের মজুরি দেওয়া হয় ২৯ দিনের। অসুস্থ হয়ে কাজে না এলে সেদিনের মজুরিও কাটা হয়। চিকিৎসার জন্যও কোনো সহায়তা মেলে না।

আন্দোলনকারীরা আরও জানান, গত আট মাস আগে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছিল। সে সময় দুই মাসের মধ্যে মজুরি বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আট মাস পার হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি জেলা প্রশাসক, পৌরসভার প্রশাসক, শ্রম অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
আজ সকাল ৯টার দিকে কয়েকটি ভ্যানে করে ময়লা এনে পৌরসভার প্রধান ফটকের সামনে ফেলে দেন পরিচ্ছন্নতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, পুরো ফটকের সামনের এলাকা ময়লায় ভরে আছে। অনেকে নাক চেপে পৌরসভায় প্রবেশ করছেন।

দীর্ঘদিন ধরে কাজ করা পরিচ্ছন্নতাকর্মী জীবন কুমার বলেন, মাসের পর মাস আশ্বাস দেওয়া হয়, কিন্তু মজুরি বাড়ে না। বাধ্য হয়ে আজ ময়লা ফেলে প্রতিবাদ করছেন। আরেক পরিচ্ছন্নতাকর্মী তাপস কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের দিনরাত কাজ করিয়ে নেয়, কিন্তু সেই তুলনায় কোনো মজুরি দেওয়া হয় না। আমাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। অথচ আমরায় সবচেয়ে মূল্যবান কাজ করে দিই। আমাদের প্রতি কেন এই অবহেলা।’

কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। শুনেছি, তাঁদের মজুরি বাড়ানো হচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা কোনো আশ্বাস শুনতে চাইছেন না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে।’

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘জুলাই মাসের মজুরি আগামী আগস্টে দেওয়া হবে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ৩০–৪০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। এর লিখিত কপি সোমবার দেওয়া হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। আশা করছি, তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রসভ র প ক জ কর করছ ন

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ