ইংল্যান্ড সফরে গিয়ে ফুটবলের স্বাদও পেয়েছে ভারতের ক্রিকেট দল। গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন গ্রাউন্ড ক্যারিংটনে গিয়েছিলেন শুবমান গিলরা। স্পন্সরড এই ইভেন্টে ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের সঙ্গে ফুটবল নিয়ে কথা হয় ভারতের স্পিনার কুলদীপ যাদবের।

আরও পড়ুনডসন ফিরলেন ৮ বছর পর, টেস্টে সবচেয়ে বেশি দিন পর ফেরার রেকর্ড কার৯ ঘণ্টা আগে

ক্রিকেটের বাইরে ফুটবলের বড় ভক্ত বাঁহাতি এ কবজির স্পিনার। বার্সেলোনার পাঁড় ভক্ত হিসেবে ভারতের ক্রিকেট মহলে পরিচিতি আছে কুলদীপের। ইউনাইটেড কোচ আমোরিমের সঙ্গে কী কথা হয়েছে, তা বিসিসিআই টিভিকে বলেছেন কুলদীপ, ‘রুবেন আমোরিমের সঙ্গে কথা বলার অপেক্ষায় ছিলাম। স্পোর্টিং (পর্তুগালের ক্লাবটি থেকে ইউনাইটেডের কোচ হন আমোরিম) থেকে তাঁর খোঁজ রাখি। কৌশলের বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। এ মৌসুমেও তিনি ৩-৪-৩ ছকে ভরসা রাখবেন কি না, সেটা জানতে চেয়েছি। কাসেমিরোর সঙ্গেও আলাপ হয়েছে। খেলোয়াড় হিসেবে তাঁকে কত পছন্দ, সে কথা বলেছি।’

কুলদীপ গতকাল নিজের এক্স হ্যান্ডলে আমোরিমের সঙ্গে সাক্ষাৎয়ের কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘খেলাটিকে যিনি নতুন করে সজ্ঞায়িত করেছেন, তাঁর সঙ্গে ফুটবলজ্ঞান ভাগ করলাম।’ মজার বিষয়, কুলদীপের এই পোস্টে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন মন্তব্য করেন, ‘খুব খুব খুব বাজে ফুটবল দল।’ তাঁর এই মন্তব্যে কুলদীপ উত্তর দেন, ‘আপনার মতোই খুব খুব ভালো মানুষ।’

আরও পড়ুনবাংলাদেশের কাছে হেরে বাংলাদেশকেই ছুঁয়েছে পাকিস্তান২২ ঘণ্টা আগে

গত বছর নভেম্বরে পর্তুগিজ আমোরিমকে কোচ হিসেবে নিয়োগ দেয় ইউনাইটেড। গত মৌসুমে তারা কোনো শিরোপা জিততে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫তম হয়ে মৌসুম শেষ করার পাশাপাশি ইউরোপা লিগ ও কমিউনিটি শিল্ডে রানার্স আপ হয় ইউনাইটেড।

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সিরিজে এরই মধ্যে ২-১ এ পিছিয়ে পড়েছে গিলের দল। চলতি সফরে কুলদীপ এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে তাঁকে বিবেচনা করা হলেও শেষ মুহূর্তে কুলদীপের জায়গায় দলে নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিশ্লেষক মাইক আথারটন অবশ্য মনে করেন, ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে কুলদীপকে নিয়ে মাঠে নামা উচিত ভারতের, ‘কুলদীপকে খেলালে সেটা ওল্ড ট্র্যাফোর্ড হওয়া উচিত। ভাবছি তারা দুই পেসার বুমরা ও সিরাজের পাশাপাশি তিন স্পিনার ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে খেলাবে কি না।’

আগামীকাল থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ