সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে: তারেক রহমান
Published: 23rd, July 2025 GMT
জাতির শোকের সময়ে গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।
গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।’
নিষিদ্ধঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যকে নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টিসহ সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘এসব গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।’
এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার, সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে সবার মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমাদের শক্তি ব্যয় হোক—নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।’
বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে হৃদয়ের সব অনুভূতি থাকার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ত র ক রহম ন
এছাড়াও পড়ুন:
স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (বিআইটি) আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবন থেকে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে মানববন্ধন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, বিআইটি বিআইটি’ স্লোগান দিতে দেখা যায়।
আরো পড়ুন:
সিলেটে ২ হাজার পানগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়: নাহিদ ইসলাম
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নানা বৈষম্য ও সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্বৈত প্রশাসনিক কাঠামো, শিক্ষক ও বাজেট সংকট, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণের ব্যর্থ হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং অবহেলা করা হয়েছে।
শিক্ষার্থীরা আরো জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বিভিন্ন তালবাহানার মাধ্যমে তা বিলম্বিত করা হয়েছে। অবশেষে বৃহস্পতিবার দুপুর ২টায় তিনজন প্রতিনিধি উপদেষ্টার সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপদেষ্টা বলেন, “বিআইটির আদলে একটা নতুন স্বতন্ত্র অধিদপ্তর তৈরির সক্ষমতা আমার নেই, আমি শুধু সংস্কার করতে পারব। এর বাইরে কিছু করতে পারব না। আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করুন।”
তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, এ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। যদি এর ফলে কোনো সমস্যা সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায় সরকারের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের।
ঢাকা/আইনুল/মেহেদী