কক্সবাজারের চকরিয়ায় দুটি বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন আহত
Published: 23rd, July 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার হারবাং স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত এই তিন যানবাহন জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন ও আয়ান পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। এ সময় সেন্টমার্টিন পরিবহনের বাসটি আরেকটি বাহনকে ওভারটেক করার জন্য চট্টগ্রামমুখী লেনে চলে যায়। পরে ওই লেনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আয়ান পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে এ দুটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা তিন যাত্রীর মাথা ফেটে যায়। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন প্রথম আলোকে বলেন, কক্সবাজারগামী দুটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। গাড়ি তিনটি জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে। আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক কিংবা সহকারী কাউকে পাওয়া যায়নি।
হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা এবারই প্রথম নয়। চালকদের অসাবধানতা ও দ্রুতগতির কারণে প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসিন্দারা। সর্বশেষ ৩ জুলাই দিবাগত রাত পৌনে ১২টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫