ঝড়ের সময় যুবক আশ্রয় নেন অটোরিকশায়, ডাল ভেঙে পড়ে নিহত
Published: 24th, July 2025 GMT
জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে আমগাছের ডাল ভেঙে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উঁচাই বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরর নাম সজল হোসেন (৩৫)। তিনি আটাপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, সজল আজ সকালে বাড়ি থেকে উঁচাই বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে তিনি বাজারের মোড়ে একটি দোকানের বারান্দায় আশ্রয় নেন। সেখানে একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর বসেন। এ সময় সড়কের পাশের একটি আমগাছের ডাল ভেঙে হঠাৎ বারান্দাটির টিনের চালে পড়ে। পরে চালা ভেঙে অটোরিকশাটির ওপর পড়লে সজল গুরুতর আহত হন। স্থানীয় কয়েকজন সজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনেরা হাসপাতাল থেকে ওই যুবকের লাশ বাড়িতে নিয়ে গেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।