অল-স্টার ম্যাচে না খেলে বিতর্কে মেসি, এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি
Published: 24th, July 2025 GMT
মেজর লিগ সকারের (এমএলএস) মর্যাদাপূর্ণ অল-স্টার ম্যাচে অনুপস্থিত থেকে বিতর্কে জড়িয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্ডি আলবা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অস্টিন শহরের কিউ২ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এমএলএস অল-স্টাররা ৩-১ গোলে পরাজিত করে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দলকে। তবে আলোচনার কেন্দ্রে খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, বরং মাঠের বাইরে ছিলেন দুই বিশ্বখ্যাত তারকার অনুপস্থিতি।
এমএলএস অল-স্টার দলে নির্বাচিত হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন মেসি ও আলবা। বিষয়টি লিগ কর্তৃপক্ষকে জানায় ইন্টার মায়ামি। তবে তৎক্ষণাৎ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আর এতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। নিয়ম অনুযায়ী, যৌক্তিক কারণ ছাড়া অল-স্টার ম্যাচ এড়িয়ে যাওয়া খেলোয়াড়দের জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে।
এখন প্রশ্ন উঠেছে— এই নিয়ম কি প্রয়োগ হবে মেসির ওপরও? এ বিষয়ে এমএলএস কমিশনার ডন গারবার সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন, সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহে। তার ভাষায়, ‘‘আগামী সপ্তাহে কী হবে, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করছি না।’’ তবে তিনি এটাও মেনে নিয়েছেন যে, ইন্টার মায়ামি লিগের অন্য দলগুলোর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে গত এক মাসে।
আরো পড়ুন:
গোলের রাজ্যে নতুন সম্রাট মেসি, রোনালদোকে টপকে গড়লেন অনন্য কীর্তি
মেসির পাশে এবার ডি পল, ইন্টার মায়ামিতে নতুন চমক
গত ২৫ দিনে মেসি মাঠে নেমেছেন ৯ বার। ৪টি ক্লাব বিশ্বকাপ ও ৫টি এমএলএস ম্যাচে। যার প্রতিটিতেই তিনি খেলেছেন পুরো ৯০ মিনিট। এমন ব্যস্ত সূচির কারণে হয়তো বিশ্রামের প্রয়োজন ছিল তার, যদিও কোনো চোটের খবর পাওয়া যায়নি। সর্বশেষ ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
কমিশনার গারবার বলেছেন, ‘‘আমরা মেসিকে এই ম্যাচে দেখতে চেয়েছিলাম। যারা মনোনীত হয়, তাদের সবাইকে নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকে।’’ পাশাপাশি তিনি আক্ষেপও করেছেন, ইন্টার মায়ামি যদি আরও আগেই অনুপস্থিতির তথ্য জানাত, তবে প্রস্তুতিতে কিছুটা সুবিধা হতো।
সবমিলিয়ে, অল-স্টার ম্যাচে মেসির না খেলা এখন শুধু একটি ক্রীড়া ঘটনা নয়; এটি হয়ে উঠেছে নীতিমালার প্রয়োগ ও খেলোয়াড় ব্যবস্থাপনার একটি বড় পরীক্ষা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অল স ট র ম য চ ইন ট র ম য় ম
এছাড়াও পড়ুন:
নিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি, খেপেছেন কোচ
লিওনেল মেসি আজও ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে খেলোয়াড় হিসেবে নয়। সিনসিনাটির বিপক্ষে মেসিকে থাকতে হয়েছে দর্শক হিসেবে। গ্যালারিতে বসে দলের ড্র করা দেখতে হয়েছে তাঁকে।
মেসি ও জর্দি আলবা আজ খেলতে পারেননি অল স্টার ম্যাচে না খেলে নিষেধাজ্ঞার মুখে পড়ায়। মেজর লিগ সকারের (এমএলএস) এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। তিনি প্রশ্ন রেখেছেন, এটি অ্যাওয়ে ম্যাচ হলে এমএলএস কর্তৃপক্ষ একই সিদ্ধান্ত নিতে পারত কি না।
গত ৩০ এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন ৩৮ বছর বয়সী মেসি। গত ১৪ জুন থেকে খেলেছেন ৯ ম্যাচ, এর মধ্যে ৪টি ফিফা ক্লাব বিশ্বকাপে। সর্বশেষ গত ২৭ এপ্রিল মায়ামির ম্যাচে মেসিকে দেখা যায়নি। এরপর থেকে ক্লাবের কোনো ম্যাচ মিস করেননি আর্জেন্টাইন কিংবদন্তি।
এ ছাড়াও অল স্টার ম্যাচে খেলার কথা ছিল মেসির। কিন্তু শেষ পর্যন্ত খেলেননি। এমএলএসের নিয়ম অনুযায়ী, অল স্টার ম্যাচে লিগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ অংশ না নিলে পরবর্তী ম্যাচে তাঁকে খেলতে দেওয়া হয় না। সে নিয়মেই মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। একই কারণে আলবাকেও।
তবে এমন নিয়মে খুবই বিরক্ত মাচেরানো। ঘরের মাঠে আজ সিনসিনাটির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এই আর্জেন্টাইন বলেছেন, ‘আমি এখানে লিগের সমালোচনা করতে আসিনি বা নিয়ম বদলাতে চাই না। তবে এই ঘটনা নিয়ে আমার একটা মতামত আছে। আমি এমন সিদ্ধান্তের সঙ্গে একমত না, একদমই না। তবু আমরা মেনে নিয়েছি। তবে আমার একটা প্রশ্ন, আজকের ম্যাচটা যদি অ্যাওয়ে হতো (সিনসিনাটির মাঠে), তাহলেও কি লিও খেলতে পারত না? কারণ, যখন স্টেডিয়াম ভর্তি দর্শক থেকে টাকা আসে, তখন তো কেউ কিছু বলে না, তাই না? আসল বিষয় হলো, আজকের ম্যাচটা ছিল হোমে। এটা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম।’
অল স্টার ম্যাচের আগে এমএলএস কমিশনার ডন গারবার স্বীকার করেছিলেন যে, ইন্টার মায়ামি টানা ম্যাচ খেলে ক্লান্ত। তারা ফিফা ক্লাব বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে এবং আলবা ১৯ জুলাই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে চোট পান। তবে এসব জানার পরও এই দুজনকে নিষিদ্ধ করে এমএলএস কর্তৃপক্ষ।
এ নিয়ে বেজায় চটেছেন মাচেরানো, ‘আজ একটা কিছু বলা হয়, পরের দিন সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই আমার কাছে অদ্ভুত লাগে। আমরা সবাই শুনেছি, বলা হয়েছিল মেসি কেন খেলেননি। সেটা বোঝাই যাচ্ছে কারণ, সে অনেকগুলো ম্যাচ খেলেছে। আমরা কখনোই অন্যভাবে বিষয়টিকে দেখার অনুরোধ করিনি।’
ইন্টার মায়ামির সহ–মালিক হোর্হে মাসের অবস্থানও এই শাস্তির বিপক্ষে। মেসি ও আলবার শাস্তি হওয়ার পরই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘অবশ্যই এটা ইতিবাচক প্রতিক্রিয়া ছিল না। তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, খেলতে চায়। এ জন্যই তারা এখানে এসেছে; খেলবে এবং জিতবে। প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য কেন তাদের সরাসরি নিষিদ্ধ করা হবে। এটা নিয়ম হলেও তাদের বোধগম্য নয়।’
আজ ম্যাচ শুরুর আগে মায়ামিতে সদ্য নাম লেখানো রদ্রিগো দি পলকে ক্লাবের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে মেসির বোঝাপড়া দারুণ।
দলের নতুন খেলোয়াড়কে নিয়ে মাচেরানো বলেছেন, ‘রদ্রিগো দি পলকে দলে নেওয়া আরেকটি ঐতিহাসিক চুক্তি। সে বিশ্ব চ্যাম্পিয়ন, বয়স ৩১, খেলোয়াড়ি জীবনের সেরা সময় পার করছে। এই লিগকে অনেক সময় ছোট করে দেখা হয়। তারপরও ক্লাব বিনিয়োগ করছে, উন্নতির চেষ্টা করছে। আমি আশাবাদী সে আমাদের অনেক সাহায্য করবে। আমরা তার জন্য শুভকামনা জানাই।’
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব আতলাসের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।