ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগের সূত্র ধরে অর্থ আদায়ের মামলা ঘিরে সর্বোচ্চ আদালতে চূড়ান্ত জয় পেয়েছেন হরেন্দ্রনাথ চন্দ্র। তাঁকে তিন মাসের মধ্যে ২০ লাখ টাকা দিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রয়েছে। এ–সংক্রান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন। তবে এরই মধ্যে আইনি লড়াইয়ে হরেন্দ্রনাথের চার দশকের বেশি সময় কেটে গেছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে গত বছরের ৯ ডিসেম্বর রায় দেন আপিল বিভাগ। রায়ে খরচা হিসেবে হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা তিন মাসের মধ্যে দিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছর আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে এই আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।

আদালতে হরেন্দ্রনাথের পক্ষে বিনা পারিশ্রমিকে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক, সঙ্গে ছিলেন আইনজীবী ফাতেমা-তুজ জোহরা। সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শামীম খালেদ আহমেদ এবং এম এ সোবহান।

রায়ের পর হরেন্দ্রনাথের আইনজীবী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগ আগে মামলার সমুদয় ব্যয় হিসেবে খরচা বাবদ ২০ লাখ টাকা তিন মাসের মধ্যে হরেন্দ্রনাথকে দিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। রিভিউ খারিজ হওয়ায় এ রায় বহাল রইল। অর্থাৎ ওই দায় থেকে হরেন্দ্রনাথকে অব্যাহতিও বহাল রইল। এখন সোনালী ব্যাংককে ওই অর্থ পরিশোধ করতে হবে।’

কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামে বাড়ি হলেও মেয়ে ও জামাতার সঙ্গে এখন ঢাকায় থাকেন হরেন্দ্রনাথ। আজ তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন তাঁর বয়স ৮০ বছর। মামলা চালাতে তাঁর ৪০ বছর গিয়েছে। এত দীর্ঘ সময় ধরে মামলা চালাতে গিয়ে সবকিছু হারিয়েছি। রায় পেয়ে আমি খুব খুশি।’ মামলায় ৯ জন বিবাদীর মধ্যে শুধু তিনি বেঁচে আছেন উল্লেখ করেন হরেন্দ্রনাথ।

হরেন্দ্রনাথের ভাষ্য, স্নাতক পাস করে ক্যাশিয়ার-কাম ক্লার্ক পদে সোনালী ব্যাংকের ঢাকার একটি শাখায় ১৯৮০ সালের দিকে যোগদান করেন তিনি। পরে তিনি যাত্রাবাড়ী শাখায় কর্মরত অবস্থায় রেমিট্যান্সসংক্রান্ত ১৬ লাখ ১৬ হাজার ১০০ টাকা শাখা থেকে লোকাল অফিসে পাঠানো হয়। তবে কিছুদিন পর ১৯৮৫ সালে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে ওই টাকা পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। তহবিল তছরুপের অভিযোগে ১৯৮৫ সালের শেষের দিকে হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ১৯৮৬ সালের মার্চে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। ওই ঘটনা সূত্রে ‘পকেট ব্যাংকিংয়ের’ অভিযোগে সামরিক আদালতে হরেন্দ্রনাথের সাজা হয়। সাজা ভোগ শেষে ১৯৯০ সালে তিনি কারামুক্তি পান। এর আগে তাঁকে চাকরিচ্যুত করা হয়।

আইনজীবীর তথ্য অনুসারে, পরবর্তী সময়ে অর্থ আদায়ে হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ১৯৮৮ সালে নিম্ন আদালতে মামলা (মানিস্যুট) করে। এ মামলায় একতরফা রায়ে ৯ জনকে দোষী সাব্যস্ত করে সমুদয় অর্থ ফেরত দিতে আদেশ দেন অর্থঋণ আদালত। এর বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে আবেদন (বিবিধ মামলা) করেন হরেন্দ্রনাথসহ দুজন। ১৯৯২ সালের ১৯ আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ আদালত আবেদন গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ বাতিল করেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে আপিল করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। হাইকোর্ট আপিল খারিজ করে ২০২২ সালের ২৯ আগস্ট রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ২০২৩ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। শুনানি নিয়ে গত বছরের ৯ ডিসেম্বর লিভ টু আপিল খারিজ করে রায় দেন আপিল বিভাগ। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আবেদন করে চলতি বছর। শুনানি নিয়ে রিভিউ আবেদন খারিজ করে রায় দেন আপিল বিভাগ।

রায়ের পর হরেন্দ্রনাথের জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, হরেন্দ্রনাথকে যে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে অর্থাৎ চাকরিকালীন সুবিধাগুলো নিয়ে উচ্চ আদালতে তাঁর মামলা বিচারাধীন রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন আপ ল ব ভ গ ২০ ল খ ট ক আইনজ ব এই র য়

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুর সদর উপজেলার আলোচিত জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর একটি লিচু বাগান থেকে জামাল হোসেনের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বাচ্চু মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড দেন।

আরো পড়ুন:

গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে ‘শুটার’ মান্নান নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, ‘‘আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’’

আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা বলেন, ‘‘আমরা রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।’’

ঢাকা/ফারুক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষকের মুক্তি চেয়ে শিক্ষার্থীদের আদালত চত্বরে অবস্থান, সড়ক অব
  • কিশোরগঞ্জে আইনজীবীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
  • আবু সাঈদ হত্যা: ‘ঘটনাস্থলে ছিলেন না’ দাবি করে দুই আসামির অব্যাহতির আবেদন
  • খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
  • দুদকের মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে
  • বরগুনায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলা প্রত্যাহারের আবেদন আদালতে নাকচ
  • লাল চাঁদ হত্যাকাণ্ড: তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
  • এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিটের শুনানি মুলতবি
  • মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • প্রথমে পুলিশ নিয়ে বাসায়,পরে হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা নেন বৈষম্যবিরোধী নেতারা