বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যাচেষ্টা মামলায় শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ (৪০) চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার র‍্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে র‍্যাব-২-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া বাকি তিন আসামি হলেন—মো.

গুড্ডু (৩৮), শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।

র‍্যাব বলছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও তেজগাঁও থানায় মামলা রয়েছে।

র‍্যাব-২-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু প্রথম আলোকে বলেন, শাহীন যুবলীগের পদপ্রত্যাশী ছিলেন। তাঁর মূল পরিচয় তিনি মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হত্যার চেষ্টা চালান তিনি। বাকি তিন আসামিও শিক্ষার্থীদের হত্যার চেষ্টা চালান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে শাহীন ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায়, গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় ও শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রয়েছে। তাঁরা অনেক দিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার মোহাম্মদপুর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার তথ্য দিয়েছেন। তাঁদের তথ্য বিশ্লেষণ করে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদপ র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ