থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বাস্তুচ্যুত ১ লাখ মানুষ
Published: 25th, July 2025 GMT
থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্তে শুক্রবার দ্বিতীয় দিনের মতো গুলি বিনিময় হয়েছে। দুই দিনের সংঘাতে এক ডজনেরও বেশি মানুষ নিহত এবং এক লাখেরও বেশি বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীদের মধ্যে কয়েক মাস ধরে তাদের ৫০০ মাইল (৮০০ কিলোমিটার) স্থল সীমান্তের বিতর্কিত অংশ নিয়ে উত্তেজনা চলছে। এই অংশটি কম্বোডিয়ার সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স আংশিকভাবে চিহ্নিত করেছিল। এই এলাকাটি উভয় দেশ দাবি করে আসছে।
থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র কর্নেল রিচা সুকসুওয়ানন সিএনএনকে জানিয়েছেন, কম্বোডিয়া ছোট অস্ত্র এবং ভারী অস্ত্র ব্যবহার করে গুলি চালানো শুরু করার পর শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। থাই সেনাবাহিনী কামানের গোলা দিয়ে জবাব দিয়েছে।
থাই সেনাবাহিনী জানিয়েছে, উবোন রাতচাথানি প্রদেশে দুটি এবং সুরিন প্রদেশে একটি স্থানে সংঘর্ষ চলছে। জনসাধারণকে এলাকাগুলো এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে। কম্বোডিয়া থেকে ভারী অস্ত্র এবং রকেট হামলার খবর পাওয়া গেছে। তাদের বাহিনী বৃহস্পতিবার কম্বোডিয়ার রকেট হামলায় ক্ষতিগ্রস্ত কান্থারালাক জেলা থেকে বোমা নিষ্ক্রিয়করণ অভিযান পরিচালনা করছে এবং মৃতদেহ উদ্ধার করছে।
বৃহস্পতিবারের থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ছোট অস্ত্র এবং রকেট হামলা হয়। থাইল্যান্ড পরে এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে।
ঢাকা/শাহেদ
.