কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি বা সেগুলোর মানোন্নয়নের জন্য ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে বিভিন্ন প্রতিষ্ঠান—এমন অভিযোগ করে থাকেন অনেকেই। ফলে অনলাইনে নিজেদের তথ্যের সুরক্ষা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে সম্প্রতি অ্যাপল জানিয়েছে, তাদের এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের বদলে কৃত্রিমভাবে তৈরি তথ্যভান্ডার ব্যবহার করা হয়েছে।

অ্যাপলের তথ্যমতে, অ্যাপলের তৈরি এআই মডেল মূলত দুই ভাগে বিভক্ত। একটি অংশ কাজ করে সরাসরি ব্যবহারকারীদের যন্ত্রে, অন্যটি পরিচালিত হয় অ্যাপলের নিজস্ব ‘প্রাইভেট কম্পিউটিং’ অবকাঠামোর মাধ্যমে। আর তাই প্রতিটি পর্যায়েই ব্যবহারকারীদের তথ্য নিরাপদ থাকে।

অ্যাপলে দাবি, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা অ্যাপলের দীর্ঘদিনের মূলনীতি। আর তাই অ্যাপলের এআই অবকাঠামোর প্রতিটি স্তরে গোপনীয়তা রক্ষার বিষয়টি মাথায় রেখে নকশা করা হয়েছে। তবে এই কড়াকড়ির কারণে এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত তথ্যভান্ডার সীমিত হয়ে যাচ্ছে। এর ফলে গুগল বা ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে অ্যাপল।

অ্যাপলের উন্নত চিপসেট ও সফটওয়্যার ইন্টিগ্রেশনের ফলে বেশির ভাগ এআই কার্যক্রম সরাসরি যন্ত্রেই সম্পন্ন করা হয়। এর ফলে আলাদা করে ক্লাউড প্রসেসিংয়ের প্রয়োজন হয় না, যা গোপনীয়তা রক্ষার দৃষ্টিকোণ থেকে অনেকটাই নিরাপদ। তবে যখন অ্যাপল পণ্য ব্যবহারকারীরা ওপেনএআই বা গুগলের মতো প্রতিষ্ঠানের তৈরি কোনো এআই টুল ব্যবহার করেন, তখন সেই তথ্য অ্যাপলের নিয়ন্ত্রণে থাকে না। ফলে ব্যবহারকারীদের তথ্য কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে অনিশ্চয়তা থেকেই যায়।

সূত্র: নিউজ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর য ব যবহ র অ য পল র

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ