আবুল মনসুর আহমদের লেখা মানুষকে পথ দেখাবে
Published: 25th, July 2025 GMT
বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ একজন ক্ষণজন্মা মানুষ। সমাজ সংস্কার, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং রাজনীতি নিয়ে তাঁর লেখা আগামী দিনে মানুষকে পথ দেখাবে।
আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘আবুল মনসুর আহমদের আমেরিকা: বাংলাদেশের ভাষা আন্দোলনের এক বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক বয়ান’ শীর্ষক একক বক্তৃতায় এ কথা বলেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোচনা মজুমদার। এ কে বসাক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ।
আবুল মনসুর আহমদের লেখা বহুল পঠিত ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটি ইংরেজিতে অনুবাদ করছেন রোচনা মজুমদার। বক্তৃতায় তিনি বলেন, ‘এই ক্ষণজন্মা মনীষী ইতিহাসের পাতায় যে লেখা লিখে গেছেন, তা আজও অমর। সেই লেখা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’
অনুষ্ঠানের শেষ দিকে আবুল মনসুর আহমদের লেখা কিছু বই প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষকে দেন তাঁর ছেলে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, ২৫ জুলাই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস