আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা মিক্সড মেম্বার পিআর (এমএমপি) বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেছেন, সংসদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতিই বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও উত্তম প্রস্তাব।

শুক্রবার (২৫ জুলাই) দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তারা এসব কথা বলেন।

দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের সঞ্চালনায় বৈঠকে বৈঠকে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী প্রমুখ।

নেতারা বলেন, “বর্তমান নির্বাচনি ব্যবস্থায় জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না। ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কার্যকর সংসদ গঠনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি।’’

বৈঠকে জাতিসংঘের নামে ঢাকায় একটি তথাকথিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “এটি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।’’

বৈঠকে মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে হতাহতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

তাছাড়া সজাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত হয় বৈঠকে।

এ সময় দলের যুগ্ম মহাসচিব-মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা হাসান জুনাইদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি আজিজুল হক, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, মাওলানা রাকীবুল ইসলাম উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা গঠন 

বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

জালালুদ্দীন আহমদ বলেন, “মুসলমানরা জীবন-জীবিকার উদ্দেশ্যে পৃথিবীর যেখানে থাকুক না কেন, দ্বীন কায়েমের সংগ্রাম থেকে বিরত থাকার সুযোগ নেই। প্রবাসী বাংলাদেশিদেরও উচিত, দেশের কল্যাণমুখী ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ও সংগঠিত হওয়া।”

তিনি বলেন, “মালয়েশিয়ায় আমাদের অবস্থান এমন হওয়া উচিত, যাতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় এবং প্রবাসীদের জন্য শ্রমবাজার আরও সম্প্রসারিত হয়।”

অনুষ্ঠান শেষে মাওলানা তাকী উল্লাহকে সভাপতি ও মাওলানা হাবিবুর রহমান কাউসারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মোহাম্মদ বাবলু ও মাওলানা মাসরুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বদরুদ্দোজা,সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক হাফেজ রাহাত, নির্বাহী সদস্যবৃন্দ হাফেজ এমদাদ, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ তানভীর, মোঃ ইমদাদ হোসেন প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন// 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম ত মজল স উল ল হ হ স ইন র জন য গঠন ক

এছাড়াও পড়ুন:

আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে স্ববিরোধিতা বলে মনে করছে বিএনপি।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি।

এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। এ অবস্থায় রাস্তায় কর্মসূচি দেওয়া অনেকটা স্ববিরোধিতা। তবে অবশ্যই যেকোনো দলের কর্মসূচি দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে। তারা কর্মসূচি দিতে পারে।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দাবির মধ্যে জাতীয় সংসদের নিম্নকক্ষেও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, জাতীয় সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি কখনো ঐকমত্য কমিশনে আলোচনার বিষয়বস্তু ছিল না। এখন কোনো দল তাদের রাজনৈতিক কৌশল হিসেবে এটি নিয়ে রাজনৈতিক কর্মসূচি দিতে চাইলে দিতে পারে। কিন্তু জনগণের নামে এক দলের আদর্শ বা দাবি অন্যদের ওপর আরোপ করা কতটা সঠিক, সেটা দেখতে হবে।

জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুরু থেকেই আমরা বলেছি, শুধু প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। আগে আইন ছিল না, এখন আইন হয়েছে। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। এখন ঢালাওভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চাইলে তা কতটা গ্রহণযোগ্য হবে, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সেটা জনগণ বিবেচনা করবে।’

শুরু থেকেই আমরা বলেছি, শুধু প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। আগে আইন ছিল না, এখন আইন হয়েছে। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা

সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে আরও বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে, সেটা দেখতে হবে। এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, নাকি জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কি না, সেটাও দেখতে হবে। যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয়, তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে।

সম্পর্কিত নিবন্ধ

  • খাজা শরফুদ্দীন চিশতির মাজারে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ: আহলে সুন্
  • সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি গ্রহণযোগ্য নয়: আসক
  • রাকসু নির্বাচন: ৬ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন
  • পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ সেনা নিহত
  • আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি
  • অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট