আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা মিক্সড মেম্বার পিআর (এমএমপি) বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেছেন, সংসদে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতিই বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও উত্তম প্রস্তাব।

শুক্রবার (২৫ জুলাই) দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তারা এসব কথা বলেন।

দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের সঞ্চালনায় বৈঠকে বৈঠকে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী প্রমুখ।

নেতারা বলেন, “বর্তমান নির্বাচনি ব্যবস্থায় জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না। ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কার্যকর সংসদ গঠনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি।’’

বৈঠকে জাতিসংঘের নামে ঢাকায় একটি তথাকথিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “এটি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।’’

বৈঠকে মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে হতাহতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

তাছাড়া সজাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত হয় বৈঠকে।

এ সময় দলের যুগ্ম মহাসচিব-মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা হাসান জুনাইদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি আজিজুল হক, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, মাওলানা রাকীবুল ইসলাম উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা গঠন 

বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

জালালুদ্দীন আহমদ বলেন, “মুসলমানরা জীবন-জীবিকার উদ্দেশ্যে পৃথিবীর যেখানে থাকুক না কেন, দ্বীন কায়েমের সংগ্রাম থেকে বিরত থাকার সুযোগ নেই। প্রবাসী বাংলাদেশিদেরও উচিত, দেশের কল্যাণমুখী ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ও সংগঠিত হওয়া।”

তিনি বলেন, “মালয়েশিয়ায় আমাদের অবস্থান এমন হওয়া উচিত, যাতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় এবং প্রবাসীদের জন্য শ্রমবাজার আরও সম্প্রসারিত হয়।”

অনুষ্ঠান শেষে মাওলানা তাকী উল্লাহকে সভাপতি ও মাওলানা হাবিবুর রহমান কাউসারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মোহাম্মদ বাবলু ও মাওলানা মাসরুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বদরুদ্দোজা,সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক হাফেজ রাহাত, নির্বাহী সদস্যবৃন্দ হাফেজ এমদাদ, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ তানভীর, মোঃ ইমদাদ হোসেন প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন// 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম ত মজল স উল ল হ হ স ইন র জন য গঠন ক

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • বোয়েসেলে বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ১৪
  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১