কক্সবাজারের টেকনাফ অংশে ফের ভাঙতে শুরু করেছে মেরিন ড্রাইভ সড়ক। সাম্প্রতিককালে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালীয়াপাড়া নৌ-ঘাট এলাকায় সড়কটির একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, জোয়ারের সময় সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে কৃষিজমিতে, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবারের প্রবল ঢেউয়ে ভাঙনের মাত্রা আরও ভয়াবহ হয়ে ওঠে।

সাবরাং জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের কিছু কিছু অংশ ভেঙে পড়েছে। আগে জিও ব্যাগ বসানো হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি।”

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, “সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকায় ভাঙন বেশি দেখা দিচ্ছে। এর আগে বাহারছড়ার শীলখালী এলাকায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, তা মেরামত করা হয়েছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশে ভাঙনের খবর পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ঢাকা/তারেকুর/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার  ২

একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ