চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮
Published: 27th, July 2025 GMT
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। আজ রোববার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম শিবুচরণ ভৌমিক (৭৪)। তিনি হাটহাজারীর বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাঁকে গতকাল শনিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যু হলো আটজনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১১ জন। চলতি মাসে মৃত্যু হয়েছে ছয়জনের।
সবশেষ ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে এ বছর চিকুনগুনিয়ায় মোট আক্রান্ত হলেন ৭৬৪ জন। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষায় নির্ধারিত ফির বেশি নেওয়ার অভিযোগে নগরের ২০টি রোগ নির্ণয়কেন্দ্র ও হাসপাতালকে সিভিল সার্জন কার্যালয়ে তলব করা হয়েছে। আগামীকাল সোমবার তাদের সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ভ ল স র জন
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি