ফেনীর লালপোল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় রাজীব হোসেন রাজু (৩২) নামে এক দর্জি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লালপোল স্টারলাইন ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (২৮ জুলাই) মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, “নিহতের মরদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে রাখা হয়েছিল। পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করেন।”

আরো পড়ুন:

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নিহত রাজীব হোসেন রাজু নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বার গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি টেইলার্সে দর্জির কাজ করতেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

আহতরা হলেন- ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার রবিউল ইসলাম (২৬), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আমজাদ হোসেন (৩৬) ও শাকিল (২৪), ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকার মেহেদী হাসান (২০) ও হাসান (২০), নোয়াখালীর কবিরহাট উপজেলার ইব্রাহিম (২৫) এবং মাইজদীর রাকিব (২৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে মাইক্রোবাসে করে রাজীবসহ আটজন চট্টগ্রামে যাচ্ছিলেন। লালপোল এলাকায় মাইক্রোবাসটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আবু তাহের বলেন, “দুর্ঘটনায় আহত রাজীবকে আমি নিজে হাসপাতালে নিয়ে যাই। সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তিনি জীবিত ছিলেন। সম্ভবত হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

নিহতের বন্ধু রুমন বলেন, “রাজীব ছুটিতে বাড়ি আসে। গতকাল রাতে ফেনীর মহিপাল থেকে একটি মাইক্রোবাসে করে চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাত ৩টার দিকে তার মরদেহ গ্রামে বাড়িতে নিয়ে আসি। আজ সোমবার সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, “নিহতের মরদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে রাখা হয়েছিল। পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করেন। তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহতরা চিকিৎসাধীন। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাহাব/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন উপজ ল র ন হত র মরদ হ ঘটন য়

এছাড়াও পড়ুন:

বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক  

মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় বন্দরে  ৫ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃত মাতালরা হলো বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকার ইদ্রিস আলী মিয়ার  ছেলে সাগর (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে বাচ্চু (৫২) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মামুন (৪০)।

সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত মনছুর আলী ছেলে ইকবাল হোসেন (৫০) ও বাগদোবাড়ীয়া এলাকার ইমরান মিয়া মিয়ার ছেলে স্বপন (২৪) ।

পুলিশ আটককৃতদের রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই)  দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা গভীর রাতে মাতাল অবস্থায়  রাস্তায় হৈচৈ ও জনমনে বিরক্তি সৃষ্টি করার সময় এদেরকে আটক করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু
  • বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক  
  • রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
  • মাহেরীন চৌধুরীর প্রতি বিজিবির শ্রদ্ধা