ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের অন্তিম পর্বে নামার আগেই প্রস্তুতি চূড়ান্ত করছে ইংল্যান্ড। ওভাল টেস্ট শুরু হতে এখনো তিন দিন বাকি। এর মধ্যেই ঘোষিত হলো ইংলিশ শিবিরের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। বড় কোনো পরিবর্তন না থাকলেও অলরাউন্ডার জেমি ওভারটনের অন্তর্ভুক্তি নজর কেড়েছে সবার।

ম্যানচেস্টারে শেষ টেস্ট ড্র হওয়ার ২৪ ঘণ্টাও পেরোয়নি, এরই মাঝে নতুন স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগে থেকে থাকা ১৪ জনকে রেখে ওভারটনকে যুক্ত করায় বোঝা যাচ্ছে অলরাউন্ডারদের ওপর আস্থা আরও বাড়িয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তবে প্রত্যাশিতভাবে ফিরে আসতে পারেননি ইনজুরিতে থাকা দুই পেসার মার্ক উড ও ওলি স্টোন।

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড বোলাররা মোট ২৫৭ ওভার বল করেছেন, যার ফলে তাদের শরীরে প্রচণ্ড ধকল গেছে। অধিনায়ক বেন স্টোকস নিজেও বল হাতে কিছুটা অস্বস্তিতে ছিলেন। দুই টেস্টের মধ্যবর্তী সময় খুব কম হওয়ায় বোলারদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। এ অবস্থায় বিকল্প বোলারদের দলে রেখে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহারের চিন্তা করছে ইংল্যান্ড।

আরো পড়ুন:

জাদেজা-সুন্দরের অবিচল লড়াইয়ে ভারতের স্বস্তির ড্র

রাহুল-গিলের ব্যাটিং দৃঢ়তা, শেষ দিনে হবে কি শেষ রক্ষা?

ক্রিস ওকস চলমান সিরিজে চারটি ম্যাচেই অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ওভালে তিনি বিশ্রাম পেতে পারেন। সেক্ষেত্রে ওভারটনের পাশাপাশি গাস অ্যাটকিনসনকে দেখা যেতে পারে মাঠে। আর এই ঘূর্ণায়মান রোটেশনের মাঝে ব্রাইডন কার্স অথবা জোফরা আর্চারকে বাইরে রাখা হতে পারে।

ব্যাটিং অর্ডারে অবশ্য কোনো বড় রদবদলের আভাস নেই। শীর্ষ সাত ব্যাটার অপরিবর্তিত থাকতে পারেন। যদিও লিয়াম ডসন ম্যানচেস্টারে বল হাতে প্রভাব বিস্তার করতে পারেননি, তবুও বিশেষজ্ঞ স্পিনার না থাকায় ওভাল টেস্টেও তার খেলা প্রায় নিশ্চিত। বিকল্প হিসেবে জেকব বেথেলকেও ভাবা হতে পারে।

::ইংল্যান্ডের ওভাল টেস্ট স্কোয়াড::

অধিনায়ক: বেন স্টোকস
অন্য সদস্যরা: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জেকব বেথেল, জেমি ওভারটন, জশ টং ও গাস অ্যাটকিনসন। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার প্রত্যাশা

আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদকে চূড়ান্ত রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানিয়েছেন।

আলী রীয়াজ বলেছেন, আজসহ হাতে আছে মাত্র তিন দিন। এ সময়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চাই।

আজ আলোচনার সূচিতে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ-সংক্রান্ত বিধান।

আলী রীয়াজ বলেছেন, ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের প্রাথমিক খসড়া পাঠানো হয়েছে। আগামীকাল (বুধবার) পর্যন্ত তাদের মতামতের জন্য অপেক্ষা করা হবে।

তিনি বলেছেন, যেসব বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো একত্র করে এবং দলগুলোর মন্তব্য যুক্ত করে ৩১ জুলাইয়ের মধ্যেই আমরা একটি গ্রহণযোগ্য সনদের কাঠামো উপস্থাপন করতে পারব বলে আশা করছি।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব আসছে
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে বিভিন্ন দলের পক্ষ থেকে নতুন নতুন প্রস্তাব এসেছে। গতকাল থেকে এ ইস্যুতে আলোচনা জোরালো হয়েছে। কয়েকটি দলের নতুন মতামত ও সুপারিশ এসেছে। সেগুলো সমন্বয় করে সম্মিলিত প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

আলী রীয়াজ বলেন, আমরা চাই, প্রত্যেকটি দলের অবস্থান বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ রূপরেখা হাজির করতে। কারণ, বাস্তবতা হলো— সব দলেরই নিজস্ব অবস্থান রয়েছে। সেগুলো সমন্বয় করেই আগাতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ