গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ হলে জেন–জিরা আবার রাজপথে নামবে: মজিবুর রহমান
Published: 28th, July 2025 GMT
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) বলেছেন, গণ–অভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেন–জিরা আবার রাজপথে নামবে। তিনি আরও বলেছেন, পৃথিবীর ইতিহাসে বেশির ভাগ বিপ্লব ও গণ–অভ্যুত্থান ব্যর্থ হয়েছে অংশীদার পক্ষগুলোর বিভেদ ও ভুলের কারণে।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদসংলগ্ন আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) আয়োজিত রাজনৈতিক বক্তৃতামালার প্রথম পর্বে ‘কেমন বাংলাদেশ দেখতে চায় এবি পার্টি?’ শীর্ষক বক্তব্যে মজিবুর রহমান এ কথা বলেন। বক্তৃতামালার এ পর্বে ‘বিএনপির চোখে আগামীর বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিদিন ইব্রাহীম।
মজিবুর রহমান এবি পার্টির নীতি, আদর্শ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজনীতির দুটি ধারা নিয়ে আমরা যথেষ্ট পর্যালোচনা করেছি। মতাদর্শিক ধারার রাজনীতি গঠনমূলক, শক্তিশালী সাংগঠনিক ভিত ও সুশৃঙ্খল রাজনৈতিক দল তৈরিতে সহায়ক হয়। তবে এ রকম দলগুলো জনমুখী না হয়ে নির্দিষ্ট এক্সক্লুসিভ (বিশেষ) বলয় তৈরি করে। এদের দ্বারা বিপ্লব হতে পারে, কিন্তু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় এদের সাফল্য কম। পক্ষান্তরে মতাদর্শিক ধারার বাইরের দলগুলো জনমুখী ইনক্লুসিভ বলয়ে ব্যাপৃত হলেও তাদের দ্বারা সুশাসন ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয় না।’
এবি পার্টি একটি নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে সমস্যা সমাধানমুখী, কর্মসূচিনির্ভর এবং মধ্যপন্থাভিত্তিক গণতান্ত্রিক ও সামাজিক সংস্কারবাদী রাজনৈতিক দর্শন নিয়ে এগোচ্ছে বলে জানান মজিবুর রহমান। তাঁর মতে, নতুন প্রজন্ম মতাদর্শের চেয়ে সমস্যার বাস্তব সমাধানে আগ্রহী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মজিবুর রহমানের কাছে দলে নারীর অংশগ্রহণ, কারিগরি শিক্ষা বিস্তারে দলের নীতি, পিআর পদ্ধতির নির্বাচন, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি সেসব প্রশ্নের উত্তর দেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস শনাক্তকরণ কর্মসুচি
ছবি: সংগৃহীত