রংপুরে নবজাতকের মৃত্যুর পর ‘স্বপ্ন’ হাসপাতাল নামের ক্লিনিকটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু দেড় মাসের মধ্যে সেই ‘স্বপ্ন’ হাসপাতাল হয়ে যায় ‘নিউ স্বপ্ন’। গতকাল সোমবার বিকেলে আবারও নবজাতকের মৃত্যুর অভিযোগে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে ধাপ এলাকার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শনে যান সিভিল সার্জন ও ভ্রাম্যমাণ আদালতের একটি দল। ধাপ শ্যামলী লেনের নিউ স্বপ্ন হাসপাতালে গিয়ে তাঁরা জানতে পারেন, ২৬ জুলাই এক প্রসূতির অস্ত্রোপচার করা হয় এবং নবজাতকের মৃত্যু ঘটে। এর আগে ১৩ জুন এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ১৬ জুন এই হাসপাতালসহ তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে দুই লাখ টাকা করে জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়।

রংপুরের সিভিল সার্জন শাহিন সুলতানা বলেন, গত শনিবার পীরগাছা উপজেলার এক সন্তানসম্ভবা নারী প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ শয্যার হাসপাতালে থাকার কথা ছিল ছয়জন চিকিৎসক, যার মধ্যে একজন শিশুরোগ বিশেষজ্ঞ থাকার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সেখানে কোনো শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন না। এ ছাড়া হাসপাতালে সিজারের জন্য পর্যাপ্ত পরিবেশও নেই। এটি অবহেলাজনিত মৃত্যু। এ হাসপাতালের লাইসেন্স নবায়ন ছিল না। আগে অপারেশন থিয়েটার সিলগালা করার পর ‘নিউ স্বপ্ন’ নামে নতুন করে নিবন্ধনের আবেদন করে প্রতিষ্ঠানটি। আগের মালিক রফিকুল ইসলামের পরিবর্তে এবার চেয়ারম্যান হিসেবে দেখানো হয়েছে তাঁর স্ত্রী সাহিবা জুননুরাইনকে।

হাসপাতালের ব্যবস্থাপক আতিকুল ইসলাম বলেন, তিনি বিস্তারিত জানেন না। মালিকের মুঠোফোন নম্বর চাইলে তিনি রফিকুল ইসলামের নম্বর দেন, তবে তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বলেন, ১৫ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ যন্ত্রপাতি ও মালামাল সরানোর জন্য আদালতের কাছে আবেদন করেছিল। সে আবেদনের ভিত্তিতে তালা খুলে দেওয়া হয়। কিন্তু তারা মুচলেকা ভঙ্গ করেছে এবং আবারও একই ধরনের অপরাধ করেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অপারেশন থিয়েটার আবারও সিলগালা করা হয়েছে।

একই অপরাধ আবারও ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে ইশরাত জাহান বলেন, তারা একবার মুচলেকা ভেঙেছে। এরপর আর নতুন মুচলেকা দিলেও অপারেশন থিয়েটার চালুর অনুমতি দেওয়া হবে না।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ