বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটার দেখেছেন, বিদেশি দল কি দেখেছেন কখনো! সব ঠিক থাকলে অভূতপূর্ব এ ঘটনাটিই ঘটতে যাচ্ছে এবার। আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলে এবার একটি বিদেশি দলও খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান কাল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বিসিএলে একটি বিদেশি দল খেলবে, এই সিদ্ধান্ত হয়েছে। দলটা হবে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের কোনো দল। এটা প্রথম শ্রেণির দল হতে পারে, আবার “এ” দল বা অন্য কোনো দলও হতে পারে।’ তবে ওই সময় শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট চলবে বলে আফগানিস্তানের কোনো দলের আসার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুনবিপিএল আয়োজনে আগ্রহী ৫ প্রতিষ্ঠানের ৪টিই বিদেশি১২ ঘণ্টা আগে

বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট হিসেবে। শুরুতে তিনটি দলের পৃষ্ঠপোষক ছিল, বিসিবি চালাত একটি দল। পৃষ্ঠপোষকেরা চলে যেতে যেতে সর্বশেষ বিসিএলে চারটি দলই বিসিবি চালিয়েছে! টুর্নামেন্ট কমিটির প্রধান জানিয়েছেন, এই চার দলের একটিকে বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে গড়া হবে তিনটি দল, চতুর্থ দল হিসেবে খেলানো হবে কোনো বিদেশি দলকে।

বিসিবির ঘরোয়া ক্রিকেটের সূচি অনুযায়ী, অন্য প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) হয়ে যাওয়ার কথা তার অনেক আগেই, যেটি শুরুর সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর। বিসিএলের ৫০ ওভারের আসরটি হওয়ার কথা ৪ থেকে ১১ ডিসেম্বর।

এবার এনসিএল টি–টোয়েন্টির পর বিপিএলের খেলোয়াড় ড্রাফট হবে। দল গঠনের আগে ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের দেখার সুযোগ পাবে।বিপিএল নিয়ে বিসিবি টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান

এবারের এনসিএলেও আবার বিদেশি ক্রিকেটার খেলানো হতে পারে বলে একটা খবর চাউর হয়েছে সম্প্রতি। যদিও আকরাম খান বলেছেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আলোচনা হয়েছে মাত্র।’ অবশ্য এনসিএলের চার দিনের ম্যাচে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম প্লেয়িং কন্ডিশনে সব সময়ই ছিল, ছিল সর্বশেষ মৌসুমেও। যেহেতু বিসিবি এ ক্ষেত্রে শুধু ম্যাচ ফিই দেয়; বাধ্যতামূলক না হওয়ায় কোনো বিভাগীয় দলই এখন আর টাকা খরচ করে বিদেশি ক্রিকেটার আনে না। শুধু ম্যাচ ফির জন্য তো আর কোনো বিদেশি ক্রিকেটার বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে আসবেন না।

২০১৩-১৪ মৌসুমের পর তাই জাতীয় লিগে আর বিদেশি ক্রিকেটার দেখা যায়নি। দলগুলোর সম্মতির ভিত্তিতে বিসিবি বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক করলেই কেবল এই লিগে আবার বিদেশি ক্রিকেটার দেখা যেতে পারে।

আরও পড়ুনটানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশের যুবারা১৪ ঘণ্টা আগে

টি–টোয়েন্টি বিশ্বকাপ ও টি–টোয়েন্টি এশিয়া কাপ সামনে রেখে এবারও চার দিনের ম্যাচের আগে হবে এনসিএল টি–টোয়েন্টি। জাতীয় লিগের আট দলের অংশগ্রহণে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এই আসর। সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম, সিলেট অথবা ঢাকা। আকরাম খান বলেন, ‘ওই সময়ও বৃষ্টির কিছুটা শঙ্কা থেকে যাবে। আবার বিকেলের দিকে আলো কমে আসতে পারে। সবকিছু মাথায় রেখে ভেন্যু ঠিক করতে হচ্ছে। এমন কোনো ভেন্যুতে খেলা হবে, যেখানে প্রয়োজনে ব্যবহার করার মতো ফ্লাডলাইট আছে, আবার ওই সময় যেখানে আবহাওয়াও ভালো থাকার সম্ভাবনা আছে। ভেন্যু হিসেবে আমরা চট্টগ্রাম, ঢাকা ও সিলেটকে বিবেচনায় রাখছি।’

বিসিবি টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম শ র ণ র আকর ম খ ন ব স এল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ